• ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১
logo

ট্রাম্পের জয় ও অভিবাসীদের ভবিষ্যৎ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ নভেম্বর ২০২৪, ০৪:৩৮
ছবি : সংগৃহীত

সদ্য অনুষ্ঠিত নির্বাচনে ১৩২ বছরের রেকর্ড ভেঙে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার এ জয়ে রিপাবলিক সমর্থকরা খুশি হলেও চিন্তার ভাঁজ দেশটিতে বৈধ কাগজপত্র ছাড়া বাস করা ১ কোটি ১০ লাখ অভিবাসীর কপালে। কারণ, নির্বাচনি প্রচারের শুরু থেকেই ট্রাম্প এই অভিবাসীদের বিরুদ্ধে কড়া বক্তব্য দিয়ে আসছিলেন। বলছিলেন, জয় পেলে গণহারে তাদের ফেরত পাঠানো হবে। এখন প্রশ্ন উঠেছে, কী হতে হচ্ছে তাদের ভবিষ্যৎ?

ট্রাম্পের সাবেক ছয় কর্মকর্তা ও মিত্ররা জানিয়েছেন, ক্ষমতা নেওয়ার পর রেকর্ড সংখ্যক অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দিতে তিনি সরকারের বিভিন্ন সংস্থাকে কাজে লাগাবেন। পাশাপাশি এ কাজে সহযোগিতার জন্য তিনি বিচার বিভাগকেও চাপ দিতে পারেন।

একই সঙ্গে ট্রাম্পকে সমর্থন দেওয়া ব্যক্তি, যারা তার প্রশাসনে যুক্ত হতে পারেন তাদের ধারণা হচ্ছে, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে রিপাবলিকান পার্টির নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প সামরিক বাহিনী থেকে শুরু করে বিদেশি কূটনীতিক পর্যন্ত সবাইকে ডেকে অবৈধ অভিবাসীদের বের করে দেওয়ার বিষয়টি বাস্তবায়ন করতে বলতে পারেন।

তারা আরও মনে করেন, এ কাজে রিপাবলিকান নেতৃত্বাধীন অঙ্গরাজ্যগুলোর নেতাদের থেকে ট্রাম্প সহযোগিতা নিতে পারেন। এমনকি যেসব রাজ্যে আইনি বিধিনিষেধ আছে, সেখানকার তহবিল বন্ধ করে দেওয়ার মতো পদক্ষেপও তিনি নিতে পারেন।

ট্রাম্পের রানিং মেট জে ডি ভ্যান্সের তথ্য অনুযায়ী, প্রতিবছর ১০ লাখ অভিবাসীকে বের করে দেওয়া হতে পারে।

এ বিষয়ে অভিবাসী নিয়ে কাজ করা আইনজীবীরা বলছেন, ট্রাম্পের অভিবাসী বিতাড়নের চেষ্টা ব্যয়বহুল, বিভাজন সৃষ্টিকারী ও অমানবিক হয়ে উঠতে পারে। এতে অনেক পরিবার বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং বিভিন্ন সম্প্রদায়ের ওপর মারাত্মক প্রভাব পড়বে।

আরটিভি/আইএম

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে যা লিখলেন ট্রুডো
ট্রাম্পকে বাইডেনের অভিনন্দন 
ট্রাম্পকে কমলার অভিনন্দন
ইলন মাস্ক রিপাবলিকান পার্টির ‘নতুন তারকা’: ট্রাম্প