• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

প্রেসিডেন্ট হিসেবে যেদিন শপথ নেবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ নভেম্বর ২০২৪, ১২:৩৮
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে ১৩২ বছরের এক রেকর্ড ভেঙেছেন ট্রাম্প। এ ছাড়াও দ্বিতীয়বারের মতো আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার সৌভাগ্য হলো তার।

দ্রুতই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার সাংবিধানিক রীতি অনুযায়ী, নভেম্বরের প্রথম সোমবারের পরদিন মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট নির্বাচন এবং জানুয়ারির ২০ তারিখে প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। পরিকল্পনা, নির্বাচনী প্রক্রিয়া এবং আইনি ও পদ্ধতিগত সুরক্ষাসহ বেশ কয়েকটি কারণে প্রেসিডেন্ট নির্বাচন ও শপথ গ্রহণের মধ্যে কিছুটা সময়ের ব্যবধান রাখা হয়।

সেই হিসাবে আগামী ২০ জানুয়ারি ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। এদিকে ট্রাম্প জয়ী হওয়ার খবর সামনে আসতেই তার শপথ অনুষ্ঠান নিয়ে কর্মসূচি ঠিক করতে শুরু করেছেন সমর্থকরা।

২০১৫ সালের ১৫ জুন প্রথমবারের মতো হঠাৎ প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেন ডোনাল ট্রাম্প। তার এই ঘোষণায় তখন তেমন একটা গুরুত্ব দেয়নি কেউই। এ নিয়ে হাসিঠাট্টাও কম হয়নি। তবে ২০১৬ সালের ৮ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে সব ভবিষ্যদ্বাণী মিথ্যা প্রমাণিত করেন। ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ বনে যান ট্রাম্প। তখন তিনি ডেমোক্রেটিক পার্টির প্রভাবশালী রাজনীতিবিদ হিলারি ক্লিনটনকে নাটকীয়ভাবে পরাজিত করেন।

আরটিভি/এসএপি-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অনির্বাচিত কেউ কি বলল তা নিয়ে বিএনপি ভাবে না: আমির খসরু
‘অতীতে যারা নির্বাচনী অপরাধ করেছেন তাদের শাস্তির মুখোমুখি করা হবে’
দ্রুত নির্বাচন না হলে ষড়যন্ত্র বাড়বে: রিজভী
নির্বাচনের ৩ বছর পরও নৌকায় সিল মারা ব্যালট উদ্ধার