• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

নেদারল্যান্ডস থেকে ইসরায়েলিদের উদ্ধারে বিমান যাচ্ছে 

ডয়েচে ভেলে

  ০৯ নভেম্বর ২০২৪, ১১:১৪
ইসরায়েলি
ছবি: সংগৃহীত

নেদারল্যান্ডসের আমস্টারডামে ইউরোপা লিগের এক ম্যাচকে ঘিরে উত্তেজনার পর নাগরিকদের উদ্ধারে সেখানে দুটি উদ্ধারকারী বিমান পাঠানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু৷

ইসরায়েলিদের লক্ষ্য করে বড় ধরনের সহিংস ঘটনা ঘটার পর বৃহস্পতিবার রাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নেতানিয়াহুর কার্যালয় শুক্রবার (৮ নভেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে৷

ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইটামার বেন-গেভির এক এক্স পোস্টে বলেন, ফুটবল খেলা দেখতে যাওয়া সমর্থকেরা ইসরায়েলি ও ইহুদি হওয়ার কারণে ইহুদিবিদ্বেষী আচরণ ও অকল্পনীয় রোষানলের শিকার হয়েছেন৷ ইউরোপা লিগের ম্যাচে আয়াক্স আমস্টারডাম ইসরায়েলি ক্লাব মাকাবি তেলআবিবকে ৫-০ গোলে পরাজিত করেছে৷

আমস্টারডাম পুলিশ ৫৭ জনকে আটকের কথা জানিয়েছে৷ ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেন বলে পুলিশ জানিয়েছে৷ যদিও সেখানে বিক্ষোভের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল৷

পুলিশ বলছে, কোনো অঘটন ছাড়াই সমর্থকেরা স্টেডিয়াম ছেড়ে যান, কিন্তু তারপর রাতে শহরের কেন্দ্রে কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে জনতাকে দৌড়াতে ও একজনকে মারতে দেখা গেছে৷

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, আমস্টারডামে কার্গো বিমান পাঠানো হবে৷ সঙ্গে চিকিৎসক ও উদ্ধারকারীদের দল থাকবে৷ ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা আর ডাচ পররাষ্ট্রমন্ত্রী কাস্পার ফেল্ডকাম্পকে শুক্রবার ফোন করে ইসরায়েলি নাগরিকেরা যেন নিরাপদে বিমানবন্দরে পৌঁছতে পারেন সেই ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন৷

এদিকে, ইসরায়েল সরকারের বিবৃতি বিষয়ে ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি৷ ডাচ সরকারের সবচেয়ে বড় দলের নেতা ও মুসলিমবিরোধী রাজনীতিবিদ গেয়ার্ট ভিল্ডার্স আমস্টারডামে হামলার ঘটনার নিন্দা করেছেন৷

এক্স পোস্টে তিনি আমস্টারডামে যে এমন ঘটনা ঘটতে পারে সেজন্য লজ্জিত বলে জানিয়েছেন৷ এসব গ্রহণযোগ্য নয় বলেও জানান তিনি৷

আরটিভি/এএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলি সেনাপ্রধানের পদত্যাগ
ইসরায়েলি তিন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস
যুদ্ধবিরতি চুক্তির পরও ইসরায়েলি হামলা, ৮০ ফিলিস্তিনি নিহত
যুদ্ধবিরতি চুক্তির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৩০