ঢাকাবৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

ইংরেজি নববর্ষ বরণ: কে আগে, কে পরে?

আন্তর্জাতিক ডেস্ক

রোববার, ৩১ ডিসেম্বর ২০১৭ , ০৪:৪৬ পিএম


loading/img

আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। এরপরই বিশ্ব বিদায় জানাবে ২০১৭ সালকে। কিন্তু বিশ্বের সব দেশে নতুন বছর একই সময়ে বরণ করবে না। বরং ভিন্ন ভিন্ন দেশে আলাদা আলাদা সময়ে বরণ হবে ইংরেজি নববর্ষকে। 

বিজ্ঞাপন

কোন দেশে প্রথম বরণ করবে নববর্ষকে?
নতুন বর্ষ মানেই চোখে ভেসে ওঠে আকাশে আতশবাজির খেলা। সিডনির অপেরা হাউজ কিংবা লন্ডন ব্রিজ। তবে আপনি জেনে অবাক হবেন অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড নয় প্রথম নববর্ষ বরণ করে অন্য আরেক দেশ। প্রশান্ত মহাসাগরের ছোট দেশ টোংগো হচ্ছে বিশ্বের প্রথম দেশ সেখানে নববর্ষকে বরণ করে নেয়া হয়। ৩১ ডিসেম্বর গ্রিনিচ মান সময়ে যখন ঘড়িতে সকাল ১০টা তখনই সেখানে শুরু হবে ২০১৮ সাল। অর্থাৎ  বাংলাদেশ সময় আজ বিকেল চারটায় টোংগোতে ২০১৮ সাল শুরু হয়ে গেছে। 

কোন দেশ সবার শেষে বরণ করবে ২০১৮কে?
সারা বিশ্বে নববর্ষ উদযাপনের প্রায় ১২ ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের ছোট কিছু দ্বীপ বরণ করবে নতুন বছরকে। যুক্তরাষ্ট্রের বেকার দ্বীপ ও হাউল্যান্ড দ্বীপ সবার শেষে নববর্ষ বরণকারী। তবে সেখানে কোনো মানুষ বসবাস করে না।
তবে শেষের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে আমেরিকান সামোয়া। মার্কিন ওই দ্বীপটি টোংগোর ৫৫৮ মাইল দূরে অবস্থিত। যেখানে নববর্ষ উদযাপন শুরু হয় আগেভাগেই।  সেখানকার বাসিন্দারা নতুন বছর বরণের ২৫ ঘণ্টা আগে থেকেই উৎসব করতে থাকে।
তাই দ্রুত কোনো ফ্লাইটে উঠে টোংগো থেকে আমেরিকান সামোয়া চলে যেতে পারলে দুইবার উদযাপন করতে পারবেন নতুন বছর।

বিজ্ঞাপন

এ/এপি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |