• ঢাকা সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহর মিডিয়া প্রধান 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ নভেম্বর ২০২৪, ২১:১৭
ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহর মিডিয়া প্রধান 
ফাইল ছবি

লেবাননের রাজধানী বৈরুতের রস আল-নাবা এলাকায় ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছেন হিজবুল্লাহর মিডিয়া শাখার প্রধান মোহাম্মদ আফিফ।

রোববার (১৭ নভেম্বর) লেবাননের দুটি গোয়েন্দা সূত্র এই দাবি করেছে। তবে, হিজবুল্লাহর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে এ খবর নিশ্চিত করা হয়নি। খবর রয়টার্সের।

প্রতিবেদন অনুযায়ী, এ হামলার ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। হামলার আগে ওই এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ইসরায়েলি সামরিক মুখপাত্রের অ্যাকাউন্ট থেকে কোনো সতর্কবার্তাও দেওয়া হয়নি।

মোহাম্মদ আফিফ হিজবুল্লাহর সাবেক মহাসচিব হাসান নাসরাল্লাহর দীর্ঘদিনের মিডিয়া উপদেষ্টা ছিলেন। নাসরাল্লাহ ২৭ সেপ্টেম্বর বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় নিহত হন। আফিফ কয়েক বছর ধরে হিজবুল্লাহর আল-মানার টেলিভিশন চ্যানেলের ব্যবস্থাপনা দেখভাল করেন এবং পরবর্তীতে সংগঠনটির মিডিয়া বিভাগ পরিচালনার দায়িত্ব নেন।

২০২৩ সালের ৮ অক্টোবর হামাসের আক্রমণের প্রতিক্রিয়ায় গাজায় ইসরায়েলি আগ্রাসনের পরদিন থেকেই ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে রকেট হামলা শুরু করে হিজবুল্লাহ। এরপর থেকে উভয়পক্ষের মধ্যে প্রায় এক বছর ধরে পাল্টাপাল্টি হামলা চলছে।

সম্প্রতি সেপ্টেম্বরে ইসরায়েল লেবাননে তাদের সামরিক অভিযান ব্যাপকভাবে বৃদ্ধি করে। দক্ষিণ লেবানন, পূর্বাঞ্চল ও বৈরুতের দক্ষিণাঞ্চলে বোমা বর্ষণের পাশাপাশি সীমান্তে স্থল অভিযান চালানো হয়।

আফিফ সাংবাদিকদের জন্য বৈরুতের ধ্বংসস্তূপে কয়েকটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন। ১১ নভেম্বর এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ইসরায়েলি বাহিনী লেবাননের কোনো এলাকা দখল করতে সক্ষম হয়নি এবং হিজবুল্লাহ দীর্ঘমেয়াদি যুদ্ধ চালানোর মতো অস্ত্র ও সরঞ্জাম মজুদ করেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, হামলায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা যায় এবং গুলির শব্দে এলাকাটি সিল করে দেয় নিরাপত্তারক্ষীরা।

আরটিভি/এসএইচএম-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্কুলের ব্যানার টানানোকে কেন্দ্র করে হামলা
কক্সবাজারে ট্রাক্টরের ধাক্কায় নির্বাচন অফিসের কর্মচারী নিহত
পাটগ্রামে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
গাজীপুরে পৃথক দুর্ঘটনায় নারী শ্রমিকসহ নিহত ২