• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

সন্তানকে বিড়ালের খাঁচায় বন্দি করে নির্যাতন করতেন মা, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ নভেম্বর ২০২৪, ০১:১১
ছবি : সংগৃহীত

বিড়ালের খাঁচায় বন্দি করে তিন বছরের শিশুকে নির্যাতনের দায়ে মাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর দায়রা আদালত। একই সঙ্গে ঘটনায় জড়িত থাকার অপরাধে ওই শিশুর মায়ের বান্ধবী আদিবা মোহাম্মদ জাইনিকে (৩৫) তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) দায়রা আদালতের বিচারক সিতি শাকিরাহ মোহতারুদ্দিন এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ১০ ফেব্রুয়ারি রাত ৮টা ১৬ মিনিটে কুয়ালালামপুরের তামান দানাউ ডেসারের একটি অ্যাপার্টমেন্টে এই অপরাধ সংঘটিত হয়। বিড়ালের খাঁচায় বন্দি করে শিশুটিকে নির্যাতনের যৌথ অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন দুই নারী।

এ ছাড়া গত ২১ ফেব্রুয়ারি বিকেল ৩টা ৫৮ মিনিটে একই স্থানে সন্তানকে সেলোফেন টেপ দিয়ে পেঁচিয়ে রাখার দ্বিতীয় অভিযোগেও দোষী সাব্যস্ত হন মা। আদালত তাকে একই সাজা দেন এবং দুই সাজা একসঙ্গে চালানোর নির্দেশ দেন।

আরটিভি/একে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘পুষ্পা টু’র প্রিমিয়ারে আহত শিশুটি ভেন্টিলেটর সাপোর্টে
স্বামীর ঋণের দায়ে ২ শিশুসহ স্ত্রী গ্রেপ্তার
গোপালগঞ্জে খাবার খেয়ে দুই শতাধিক শিশু-কিশোর হাসপাতালে ভর্তি
প্রেম না করায় তুলে নিয়ে ধর্ষণ-নির্যাতন, মাদ্রাসা ছাত্রীর মৃত্যু