দিল্লিতে বিষাক্ত ধোঁয়াশা, স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত
মারাত্মক বিষাক্ত ধোঁয়াশার চাদরে মোড়া ভারতের রাজধানী দিল্লি। প্রতিদিনই অবনতি হচ্ছে পরিস্থিতির। এ অবস্থায় স্কুল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে পাঠদান কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য সব স্কুলে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অনলাইন ক্লাস চালু রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) সকাল থেকে এ নির্দেশনা কার্যকর হয়েছে। খবর বার্তাসংস্থা এএফপির।
জানা গেছে, ভারতের রাজধানী নয়াদিল্লির বাতাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া মানদণ্ডের চেয়েও ৫৭ গুণ বেশি বিষাক্ত মাইক্রোপার্টিকেল বা ক্ষুদ্র কণা পিএম ২.৫ এর উপস্থিতি শনাক্ত হয়েছে। আজ ভোরেও এই পরিমাণটি গ্রহণযোগ্য মাত্রার চেয়ে ৩৯ গুণ বেশি ছিল। এর ফলে গভীর, ধূসর ও কটু গন্ধযুক্ত ধোঁয়াশার চাদরে আবৃত ছিল শহর।
এ পরিস্থিতিতে শহরবাসীর স্বাস্থ্যের কথা বিবেচনা করে সব স্কুল বন্ধ করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অনলাইনে ক্লাস চালুর কথা জানানো হয়েছে।
এ ছাড়া সড়কে ডিজেল চালিত ট্রাক ও নির্মাণকাজের ওপর আরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পাশাপাশি শিশু ও বয়স্কদের যতটা সম্ভব ঘরের বাইরে বের না হওয়ারও পরামর্শ দিয়েছে সরকার।
এ বিষয়ে নয়াদিল্লির মুখ্যমন্ত্রী আতিশি মারলেনা রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় একটি বিবৃতি দেন।
বিবৃতিতে তিনি বলেন, দশম ও দ্বাদশ শ্রেণি ছাড়া বাকি সব শ্রেণির সশরীরে ক্লাস বাতিল করা হচ্ছে।
এর আগে, বৃহস্পতিবারই প্রাথমিক বিদ্যালয়গুলোতে সশরীরে ক্লাস বন্ধ করে দেওয়া হয়।
প্রসঙ্গত, নয়াদিল্লি ও এর আশেপাশের মেট্রোপলিটন এলাকায় মোট তিন কোটি মানুষের বসবাস। শহরটি শীত মৌসুমে নিয়মিত ‘সবচেয়ে দূষিত বাতাসের’ নগরের খেতাব অর্জন করে। ঠাণ্ডা আবহাওয়া ও বাতাসের ধীরগতির জন্য দূষণ সৃষ্টিকারী উপকরণ বায়ুমণ্ডলে আটকা পড়ে। যার ফলে বাতাসে ধোঁয়াশা দেখা দেয়। অক্টোবরের মাঝামাঝি থেকে অন্তত জানুয়ারি পর্যন্ত প্রায় প্রতি বছরই এই পরিস্থিতি থাকে।
আরটিভি/আইএম
মন্তব্য করুন