• ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১
logo

ভূগর্ভস্থ পানির সংকটের আশঙ্কায় টেসলার বিরুদ্ধে বিক্ষোভ

ডয়েচে ভেলে

  ২০ নভেম্বর ২০২৪, ১৯:৩০
টেসলা
ছবি: সংগৃহীত

বার্লিনের গ্রুনহাইডের টেসলার নতুন গিগাফ্যাক্টরির পার্শ্ববর্তী বন থেকে পরিবেশ কর্মীদের অপসারণের কাজ শুরু করেছে পুলিশ। অঞ্চলটি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবিস্ফোরিত বোমা খুঁজে বের করা ও এলাকাটি নিরাপদ বলে বিবেচিত হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের আবার ফিরে যাওয়ার অনুমতি দেয়া হবে বলে কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের আশ্বস্ত করেছে।

গাড়ি তৈরির মার্কিন প্রতিষ্ঠান টেসলার সম্প্রসারণ পরিকল্পনার বিরুদ্ধে কয়েক মাস ধরেই বিক্ষোভ করছেন পরিবেশবাদীরা। তারা বারবার টেসলা কর্তৃপক্ষকে অসৎ বলে সম্বোধন করেছেন। জার্মানির রাজধানী বার্লিনের উপকণ্ঠে গ্রুনহাইডে শহরে টেসলার কারখানাটির সম্প্রসারণের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়।

একটি বড় বনাঞ্চল উজাড় করে কারখানাটির সম্প্রসারণ ও এর সম্ভাব্য পরিবেশগত প্রভাব নিয়ে সংশ্লিষ্টরা উদ্বেগ প্রকাশ করে আসছেন৷ বিক্ষোভের আরেকটি বিষয় ছিল, কারখানাটির অতিরিক্ত উৎপাদনের উদ্দেশে জনসাধারণের জন্য সংরক্ষিত সুপেয় পানির ব্যবহার করা৷ টেসলার কারখানাটিতে আনুমানিক ১২ হাজার কর্মী কাজ করার কথা রয়েছে, যার ফলে সেখানকার ভূগর্ভস্থ পানির সংকট দেখা দিতে পারে বলে মনে করছেন তারা।

পটসডাম পুলিশের একজন মুখপাত্র বলেন, এই অভিযান বিক্ষোভকারীদের উচ্ছেদের উদ্দেশে ছিল না। শুধুমাত্র কোনো বোমা যেন সেখানে না থাকে তা নিশ্চিত করার জন্য এই অভিযান পরিচালনা করা হয়। চলতি বছরের শুরুতে এলাকাটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুটি অবিস্ফোরিত বোমা পাওয়া গিয়েছিল। এই গ্রীষ্মে একই ধরনের দুটি বিস্ফোরক ঘটনাস্থলে পাওয়া গেছে, যা পরবর্তীতে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়েছে।

এলাকায় তল্লাশি চালানোর সময় বিক্ষোভস্থলটি ভেঙে ফেলা হবে কিনা সে বিষয়ে পুলিশ এখনো কিছু বলেনি। যদিও বিক্ষোভকারীরা বলছেন অবিস্ফোরিত বোমা স্বাভাবিক পরিস্থিতিতে বিপজ্জনক নয়। বরং টেসলা কর্তৃপক্ষ ভবিষ্যতে তাদের কারখানা সম্প্রসারণের মাধ্যমে বিপদ ডেকে আনবে বলে আশঙ্কা করছেন তারা।

পাশাপাশি বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন- কর্তৃপক্ষ স্থানীয় নাগরিকদের ইচ্ছাকে অসম্মান করেছেন। কারণ, তারা কারখানাটি সম্প্রসারণের বিরুদ্ধে ভোট দিয়েছিল।

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের মালিকানাধীন টেসলা জানিয়েছে, বছরে ১০ লাখ গাড়ি তৈরির জন্য কারখানাটির উৎপাদনক্ষমতা দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে তাদের। ১৫ অক্টোবর, ব্রান্ডেনবুর্গের পরিবেশ মন্ত্রণালয় কারখানাটির আংশিক সম্প্রসারণের অনুমোদন দিয়েছে।

আরটিভি/এএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইলন মাস্ক এখন বিশ্বের দ্বিতীয় ধনী, শীর্ষে কে?