• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

ভারতে মসজিদের সমীক্ষা ঘিরে পুলিশ ও স্থানীয়দের সংঘর্ষ, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৪ নভেম্বর ২০২৪, ১৯:০৭
ভারতে মসজিদের সমীক্ষা ঘিরে পুলিশ ও স্থানীয়দের সংঘর্ষ, নিহত ৩
ছবি : সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের একটি মসজিদে সমীক্ষার সময় পুলিশ ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ৩০ জনেরও বেশি পুলিশ সদস্য।

রোববার (২৪ নভেম্বর) উত্তর প্রদেশে সামভাল নামক এলাকায় মুঘল আমলে প্রতিষ্ঠিত জামে মসজিদে ঘিরে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি’র।

প্রতিবেদনে বলা হয়েছে, সামভালে অবস্থিত শাহি জামে মসজিদ নিয়ে বিতর্ক রয়েছে। স্থানীয় বাসিন্দাদের একটি অংশের দাবি, এখানে আগে মন্দির ছিল। সেটি ভেঙে মসজিদ বানিয়েছিল মুঘলরা। এ নিয়ে এক আবেদনের প্রেক্ষিতে সমীক্ষার আদেশ দেন আদালত।

সেই আদেশ নিয়েই রোববার সমীক্ষা করতে গিয়েছিল একটি সরকারি প্রতিনিধি দল। স্থানীয়দের একাংশ এই সমীক্ষার প্রতিবাদ জানায়। ওই সময় পুলিশ এসে তাদের থামাতে চাইলে সংঘর্ষ বাধে। কয়েকশ মানুষ পুলিশের ওপর হামলা করে বলে দাবি করেছে প্রশাসন।

পুলিশের বরাতে এনডিটিভি বলছে, আদালতের নির্দেশে সরকারি প্রতিনিধি দলটি গেলে শাহি জামে মসজিদে সমীক্ষার জন্য স্থানীয় কয়েকশ’ মানুষ তাদের বাধা দেয়। এতে তাদের সঙ্গে সংঘাত শুরু হয়। পরিস্থিতি সহিংস হওয়ার আগেই সেখানে উপস্থিত হয় পুলিশ। কিন্তু পুলিশ ও প্রতিনিধিদলের দিকে পাথর ছুড়তে থাকে উত্তেজিত জনতা। পরে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

জানা যায়, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে আলোচনার চেষ্টা করে। কিন্তু পাথর নিক্ষেপ শুরু হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল ফাটানোর মতো পদক্ষেপ নিতে হয়েছে।

এর আগে, স্থানীয় এক ব্যক্তি আদালতে অভিযোগ দায়ের করেন, শাহী জামে মসজিদের জায়গাটিতে আগে একটি মন্দির ছিল। এই অভিযোগের ভিত্তিতে আদালত সমীক্ষার নির্দেশ দেন। তবে, স্থানীয় মুসলিম সম্প্রদায়ের সদস্যরা এই দাবি অস্বীকার করে সমীক্ষার বিরোধিতা করছেন।

এদিকে প্রশাসন বলছে, আদালতের নির্দেশ অনুযায়ী সমীক্ষা চালানো হচ্ছে এবং এর সঙ্গে কোনো পক্ষপাতিত্ব নেই। প্রশাসনের পক্ষ থেকে শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে। তবে পরিস্থিতি এখনও উত্তপ্ত রয়েছে এবং এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আরটিভি/এসএইচএম-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অবস্থা সংকটাপন্ন
ফ্ল্যাটে মিলল নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ
ব্রহ্মপুত্রের উজানে বৃহত্তম বাঁধ নির্মাণ করবে চীন, শঙ্কায় বাংলাদেশ-ভারত