• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

ব্রাজিলে বাস খাদে পড়ে নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৩৬
ছবি: সংগৃহীত

ব্রাজিলে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

স্থানীয় সময় রোববার (২৪ নভেম্বর) আলাগোয়াস রাজ্যের ইউনিয়াও দোস পালমারেস শহরের কাছে দুর্গম একটি পার্বত্য সড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর এএফপির

এক বিবৃতিতে রাজ্য সরকার জানিয়েছে, দুর্গম পার্বত্য সড়ক থেকে ওই বাসটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ২২ জন নিহত হন বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান অন্তঃসত্ত্বা এক নারী।

ব্রাজিলের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়, দুর্ঘটনার শিকার ওই বাসে ৪০ জন যাত্রী ছিলেন। ২৩ জন নিহতের পাশাপাশি আরও অনেকে আহত হয়েছেন।

এদিকে এ হতাহতের ঘটনার পর আলাগোয়াস রাজ্যের গভর্নর পাউলো দান্তাস তিন দিনের শোক ঘোষণা করেছেন। গভীর সমবেদনা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভাও।

তিনি জানান, হতাহতদের সব ধরনের প্রয়োজনীয় সহায়তা এবং সেবা দেবে কর্তৃপক্ষ।

আরটিভি/আইএম/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্তে ভারতীয় খাঁসিয়ার গুলিতে বাংলাদেশি কিশোর নিহত
তোপের মুখে আল্লু, নিহত সেই ভক্তের পরিবারকে দিলেন ২ কোটি
মুদি দোকানের শাটারে ঝোলানো বোমাসদৃশ বস্তু, আতঙ্কে এলাকাবাসী
ময়মনসিংহে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, একই পরিবারের ৪ জন নিহত