• ঢাকা শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১
logo

যুদ্ধবিরতি বাস্তবায়নে একসঙ্গে কাজ করবে লেবানন সেনাবাহিনী-হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ নভেম্বর ২০২৪, ১০:১৮
যুদ্ধবিরতি বাস্তবায়নে একসঙ্গে কাজ করবে লেবানন সেনাবাহিনী-হিজবুল্লাহ
ছবি: সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে সম্পাদিত যুদ্ধবিরতি বাস্তবায়নে লেবানন সেনাবাহিনীর সঙ্গে মিলে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

শুক্রবার (২৯ নভেম্বর) লেবাননের টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ প্রতিশ্রুতি দেন হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেম। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর লেবাননের টেলিভিশনে সম্প্রচার হওয়া এটিই তার প্রথম ভাষণ।

ভাষণে হিজবুল্লাহর মহাসচিব জানান, লেবানন সেনাবাহিনীর সঙ্গে কোনো ‘সমস্যা কিংবা মতের অমিল’ দেখছেন না তিনি। এর ফলে যুদ্ধবিরতির শর্ত মেনে লেবাননের দক্ষিণাঞ্চলে ৬০ দিনের মধ্যে সেনা মোতায়েন হবে। এই সময়ে ইসরায়েল সেখান থেকে নিজেদের সেনা প্রত্যাহার করবে এবং হিজবুল্লাহ নিজেদের যোদ্ধা সরিয়ে নেবে।

যুদ্ধবিরতির প্রতিশ্রুতি বাস্তবায়নে হিজবুল্লাহ যোদ্ধা ও লেবাননের সেনাদের মধ্যকার সমন্বয়ের কাজটি উচ্চপর্যায়ে সম্পাদন করা হবে বলে মন্তব্য করেন নাঈম কাসেম। তিনি বলেন, লেবাননের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে কাজ করব আমরা।

এরই মধ্যে লেবাননের দক্ষিণাঞ্চলে কিছু সেনা মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা সূত্র ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, সেনা মোতায়েন–সংক্রান্ত একটি বিস্তারিত পরিকল্পনা দেশটির মন্ত্রিসভায় উত্থাপন করা হবে।

উল্লেখ্য, গত বুধবার (২৭ নভেম্বর) থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় সই হওয়া এ চুক্তি অনুযায়ী, দক্ষিণ লেবানন থেকে নিজেদের সেনা সরিয়ে নিতে ৬০ দিন সময় পাবে ইসরায়েল। এ সময় কোনো পক্ষই একে অপরের ওপর হামলা চালাতে পারবে না।

আরটিভি/এসএইচএম-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ আটক ১০
ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি, স্বাগত জানাল ইরান
সেনাবাহিনীর সৈনিক পদে চাকরির সুযোগ
ইসরায়েল-হিজবুল্লাহর যুদ্ধবিরতিতে যা বলল যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য