• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও ৩৪ জনের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৩
ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও ৩৪ জনের
ফাইল ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় আরও ৩৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সোমবার (৩ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানায়।

এতে বলা হয়, দখলদার ইসরায়েলের হামলায় রোববার ৩৪ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এরমধ্যে উত্তর গাজার বেইত লাহিয়ার ১০ জন। হামলার ঘটনায় এখনও অনেকে ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছেন। তাদের উদ্ধারে স্থানীয়রা চেষ্টা চালাচ্ছেন।

গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৪৪ হাজার ৪২৯ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন এক লাখেরও বেশি মানুষ।

এ ছাড়া দখলদারদের হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি আগ্রাসনে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

উল্লেখ্য, ইসরায়েল ইতোমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

আরটিভি/আরএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্তে বাংলাদেশিকে হত্যা করে মরদেহ নিয়ে গেছে বিএসএফ
ঝালকাঠিতে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
তৈমূরের ভাই হত্যা: ২২ বছর পর খালাস সব আসামি
আরও ২৮ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল