• ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১
logo

ফ্রান্সে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

আরটিভি নিউজ

  ০২ ডিসেম্বর ২০২৪, ২৩:৩৭
দুর্ঘটনা
ছবি: সংগৃহীত

একটি স্কি রিসোর্টে গিয়ে ধাক্কা মারে বাসটি। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত অনেক। বাসটি ৪৬ জন যাত্রী নিয়ে ফ্রান্সের দক্ষিণে যাচ্ছিল। পোর্তে পিউওমাসের কাছে একটি স্কি রিসোর্টে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মেরেছেন। এ ঘটনায় দুই জনের মৃত্যু হয়। আহত বহু। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে চারটি উদ্ধারকারী হেলিকপ্টার পাঠানো হয়েছে। আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

বাসে যারা ছিলেন, তারা সকলেই স্কি রিসোর্টে যাচ্ছিলেন। আবহাওয়ার কারণে দুর্ঘটনা যেখানে ঘটেছে সেখানে অন্য গাড়ি পৌঁছাতে পারছে না। সে কারণে উদ্ধারকাজে সময় লাগছে। প্রায় ১২০ জন উদ্ধারকারী ঘটনাস্থলে আছেন বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। ঘটনাস্থলে টানা বরফপাত হচ্ছে।

পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু করা হয়েছে। মনে করা হচ্ছে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ক্লিফে ঢুকে যায়। তার ফলেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।

আরটিভি/এএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আবু সাঈদ মারা যায়নি, আছেন ফ্রান্সে: ফ্যাক্ট চেক যা বলছে
চতুর্থবারের মতো ফ্রান্সের বর্ষসেরা ফুটবলার হলেন এমবাপে
তিন মাস না যেতেই পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী
ফ্রান্সে অনাস্থা ভোটে হেরে মিশেল বার্নিয়ে সরকারের পতন