• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

হিজবুল্লার বিরুদ্ধে সংঘর্ষ-বিরতি ভঙ্গের অভিযোগ ইসরায়েলের

ডয়েচে ভেলে

  ০৩ ডিসেম্বর ২০২৪, ২৩:৪৩
হিজবুল্লা
ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী স্বয়ং এই অভিযোগ করেছেন। সীমান্তে হিজবুল্লা আক্রমণ চালিয়েছে বলে নেতানিয়াহুর অভিযোগ।

লেবানন সীমান্তের কাছে সোমবার হিজবুল্লা একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অভিযোগ। হিজবুল্লাকে এর জবাব দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন তিনি।

হিজবুল্লার দাবি, ইসরায়েলের আক্রমণ থামাতেই তারা সীমান্তে ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে আক্রমণ চালিয়েছিল। আত্মরক্ষার তাগিদেই এই আক্রমণ বলে তারা দাবি করেছে। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, সীমান্ত পার করে তাদের ঘাঁটিতে হিজবুল্লা দুইটি মিসাইল ছুঁড়েছিল। দুটি মিসাইলই সফলভাবে অকেজো করা হয়েছে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কিন্তু এই আক্রমণকে সংঘর্ষ-বিরতি লঙ্ঘন বলেই মনে করছে তারা। এর জবাব দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য যে সীমান্তে এই ঘটনা ঘটেছে, সেখানে সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে বিতর্ক আছে। লেবানন ওই সীমান্তকে সেবা ফার্ম বলে চিহ্নিত করে। ইসরায়েল ওই সীমান্তকে বলে মাউন্ট ডোভ। জাতিসংঘের মধ্যস্থতায় ওই অঞ্চলে একটি সীমান্ত রফা হয়েছে।

লেবাননের দাবি, সোমবারই ইসরায়েল লেবানন সীমান্তে পাল্টা আক্রমণ চালিয়েছে। তাতে অন্তত নয় জনের মৃত্যু হয়েছে বলে দাবি। তিনজন গুরুতর আহত। দক্ষিণ লেবাননে এই আক্রমণ হয়েছে বলে জানানো হয়েছে।

বস্তুত, সোমবার লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েল আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। লেবানন পার্লামেন্টের স্পিকার অভিযোগ করেছেন, সংঘর্ষ-বিরতি জারি হওয়ার পর ইসরায়েল অন্তত ৫০ বার তা লঙ্ঘন করেছে। আমেরিকা এবং ফ্রান্সের মধ্যস্থতায় গত সপ্তাহেই ষাট দিনের সংঘর্ষ-বিরতির চুক্তি সই হয়েছে হিজবুল্লা এবং ইসরায়েলের মধ্যে। কিন্তু চুক্তি হলেও বার বার সেই চুক্তি লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ উঠছে। প্রায় প্রতিদিনই দুই পক্ষের মধ্যে গোলাগুলি বিনিময় হচ্ছে বলে জানা গেছে।

তবে পেন্টাগনের দাবি, কোনো কোনো এলাকায় চুক্তি লঙ্ঘিত হলেও অধিকাংশ ক্ষেত্রেই লড়াইয়ের পরিমাণ আগের চেয়ে অনেক কমেছে।

আরটিভি/এএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিজবুল্লাহ নয়, ইসরায়েলই নিশ্চিহ্ন হয়ে যাবে: খামেনি
যুদ্ধবিরতি বাস্তবায়নে একসঙ্গে কাজ করবে লেবানন সেনাবাহিনী-হিজবুল্লাহ
ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি, স্বাগত জানাল ইরান
ইসরায়েল-হিজবুল্লাহর যুদ্ধবিরতিতে যা বলল যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য