• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

যুক্তরাজ্যে সাইবার হামলা নিয়ে এনসিএসসি প্রধানের সতর্কবার্তা

ডয়েচে ভেলে

  ০৪ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৮
হ্যাকার
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের সাইবার নিরাপত্তা সংস্থা ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার (এনসিএসসি)-র প্রধান রিচার্ড হর্ন জানিয়েছেন, সে দেশের সাইবার স্পেসে ক্ষতিকর কার্যক্রম বাড়ছে।

২০২৪ সালে সংস্থার একটি দল এমন ৪৩০টি সাইবার তৎপরতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, যা ২০২৩ সালের তুলনায় ১৬ শতাংশ বেশি। ২০২৪ সালে এনসিএসআই-এর বিশেষ দলের নজরে আসা ঘটনার সংখ্যা যেখানে ৪৩০টি, ২০২৩ সালে সংখ্যাটি ছিল ৩৭১।

সংস্থাটি জানিয়েছে, এর মধ্যে ৩৪৭টি ঘটনায় ডেটা চুরি করা হয়েছে। এছাড়া ২০টি ঘটনা সাইবার হামলার সাথে সম্পর্কিত।

সংস্থাটি ৫৪২টি বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে, যা প্রভাবিত সংস্থাগুলোকে সাইবার ঘটনার বিষয়ে সতর্ক করেছে এবং প্রতিরোধমূলক পরামর্শ দিয়েছে। গত বছর এই বিজ্ঞপ্তির সংখ্যা ছিল ২৫৮।

এনসিএসসির এক প্রতিবেদনে বলা হয়েছে, হ্যাকাররা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে উন্নত এবং জটিল সাইবার হামলা আরো বাড়াতে পারে।

প্রতিবেদনে আরো বলা হয়, যুক্তরাজ্যের সাইবার নিরাপত্তা আরো শক্তিশালী করতে সরকার ও বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রয়োজন।

রিচার্ড হর্ন বলেন, যুক্তরাজ্যের সাইবার ঝুঁকির তীব্রতাকে ব্যাপকভাবে অবমূল্যায়ন করা হচ্ছে। আমাদের প্রযুক্তি নির্ভরতার সুযোগ নিয়ে শত্রুরা সর্বোচ্চ ধ্বংস এবং বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে।

আরটিভি/এএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশে আতিফের কনসার্ট, সাইবার হামলার রহস্য উন্মোচন
সাইবার হামলার ঝুঁকিতে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের বিরাট অংশ
সাইবার হামলা ঠেকাতে ৩ পরামর্শ
সরকারি ওয়েবসাইটগুলোতে ১০ দিনে অর্ধলক্ষাধিক হামলা হয়েছে: পলক