• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

এক দশক ধরে স্ত্রীকে মাদক খাইয়ে ধর্ষণ, স্বামীর কারাদণ্ড

ডয়েচে ভেলে

  ২০ ডিসেম্বর ২০২৪, ১০:২৬
পেলিকট
ছবি: সংগৃহীত

প্রায় এক দশক ধরে স্ত্রীকে মাদক খাইয়ে ধর্ষণ করা এবং অপরিচিতদের দিয়ে ধর্ষণ করানোর অভিযোগে ডমিনিক পেলিকট এবং আরও ৪৬ জনের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করেছে ফ্রান্সের একটি আদালত।

ধর্ষিতা ৭২ বছর বয়সী গিজেল পেলিকট মামলার রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

আদালতে তার সাহস এবং সহনশীলতা প্রশংসা কুড়িয়েছে। ডমিনিক পেলিকটের সঙ্গে গিসেলের ৫০ বছরের বিবাহিত জীবন ছিল। ডমিনিক অভিযোগের সত্যতা স্বীকার করার পর আদালতের পাঁচজন বিচারকের একটি প্যানেল তাকে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড প্রদান করেছেন।

২০২০ সালে ডমিনিক পেলিকট একটি সুপারমার্কেটে নারীদের আপত্তিকর ছবি তোলার চেষ্টা করছিলেন। তখন ঘটনাটি প্রথম প্রকাশিত হয়। পুলিশ অনুসন্ধানে ডমিনিকের কম্পিউটারে ২০ হাজারের বেশি ছবি ও ভিডিও খুঁজে পায়, যা তার স্ত্রী গিজেল সম্পর্কিত এক দশক ধরে লুকিয়ে রাখা ভয়াবহ অপরাধ ফাঁস করে।

পুলিশের ধারণা, আনুমানিক ৭২ জন পুরুষ গিজেলকে ধর্ষণ ও নির্যাতনের জন্য তাদের বাড়িতে গিয়েছে, তবে সবাইকে শনাক্ত করা সম্ভব হয়নি। মামলা চলাকালে ডমিনিক স্বীকার করেছেন যে, তিনি তার স্ত্রীর খাবার ও কফিতে শক্তিশালী ঘুমের ওষুধ মিশিয়ে দিতেন, যা গিজেলকে ঘণ্টার পর ঘণ্টা অচেতন করে রাখতো।

গিজেল মনে করতেন, তিনি হয়তো আলঝাইমার বা মস্তিষ্কের টিউমারে ভুগছেন, কারণ, তার স্মৃতি লোপ পাচ্ছিল।

আরটিভি/এএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চিকিৎসককে ধর্ষণ-খুন: আদালতের রায়ে ক্ষুব্ধ তারকারা
চিকিৎসককে ধর্ষণ ও হত্যা: সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ড 
চট্টগ্রামে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
একমাত্র সঞ্জয়ই দোষী, সাজা ঘোষণা সোমবার