• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

ইসরায়েলি হামলায় গাজায় পাঁচ সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:২৮

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের গাজায় পাঁচজন সাংবাদিক নিহত হয়েছেন। ভূখণ্ডটির একটি হাসপাতালের পাশে ইসরায়েল হামলা চালালে প্রাণ হারান তারা। নিহত হওয়ার সময়ও ওই সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করছিলেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও গণমাধ্যমের প্রতিবেদনের বরাতে এই তথ্য জানিয়েছে আলজাজিরা।

এদিন আলজাজিরার সাংবাদিক আনাস আল-শরিফ জানান, আল-কুদস টুডে চ্যানেলের সাংবাদিকরা নুসাইরাত শরণার্থী শিবিরে অবস্থিত আল-আওদা হাসপাতালের কাছে ঘটনাবলী কভার করার সময় তাদের সম্প্রচার ভ্যানটি ইসরায়েলি বিমান হামলার শিকার হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনাস্থলের ফুটেজে একটি গাড়িকে আগুনে জ্বলতে দেখা গেছে।

নিহত সাংবাদিকদের নাম ফাদি হাসুনা, ইব্রাহিম আল-শেখ আলি, মোহাম্মদ আল-লাদাহ, ফায়সাল আবু আল-কুমসান এবং আইমান আল-জাদি বলে জানানো হয়েছে।

কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, ঘটনাস্থল থেকে বেসামরিক প্রতিরক্ষা দলগুলো ভুক্তভোগীদের মরদেহ উদ্ধার করেছে এবং আগুন নেভানোর কাজ করেছে।

তবে এ বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরটিভি/এফআই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই, নিহত বেড়ে প্রায় ৪৫ হাজার
শেখ হাসিনাকে ভারত কি ফেরত পাঠাবে, আলজাজিরার প্রতিবেদন
ইসরায়েলি বর্বরতায় গাজায় একদিনে আরও ৫৮ প্রাণহানি
রাষ্ট্রপতির সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ