• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

লন্ডনে টিউলিপকে ফ্ল্যাটদাতা কে এই আবদুল মোতালিফ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৪ জানুয়ারি ২০২৫, ২০:২৬
ফাইল ছবি

যুক্তরাজ্যের অর্থ ও নগরবিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের বিরুদ্ধে সম্প্রতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ৫০০ কোটি ডলার আত্মসাতের অভিযোগ উঠেছে। এরই মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত আবদুল মোতালিফ নামের এক ডেভেলপারের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়ার ঘটনা প্রকাশ্যে আসায় ফের আলোচনায় এসেছেন টিউলিপ। কে এই মোতালিফ এবং তিনি কেন টিউলিপ সিদ্দিককে ফ্ল্যাট উপহার দিয়েছেন তা নিয়ে নানা প্রশ্ন উঠছে।

শুক্রবার (৩ জানুয়ারি) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট উপহার পাওয়া নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

জানা গেছে, আবদুল মোতালিফ বাংলাদেশি বংশোদ্ভূত একজন ব্রিটিশ নাগরিক। তিনি দীর্ঘদিন ধরে ব্রিটেনে বসবাস করছেন। তার জন্ম ১৯৫৪ সালের নভেম্বর মাসে। তিনি ওকস কন্সট্রাকশন এবং এএম প্রোপার্টি সার্ভিস নামে দুটি কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে কোম্পানি দুটি বিলুপ্ত। তার পেশা ছিল কোম্পানি পরিচালনা। এসব কোম্পানির আবাসন ও নির্মাণ খাত আছে।

মোতালিফ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং টিউলিপের খালা শেখ হাসিনার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। ৭০ বছর বয়সী আবদুল মোতালিফ বর্তমানে পূর্ব লন্ডনে মুজিবুল ইসলাম নামের এক ব্যক্তির সঙ্গে থাকেন। মুজিবুল ইসলাম আওয়ামী লীগের একজন সাবেক এমপির সন্তান। এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে তার সঙ্গে যোগাযোগ করা হয়। মুজিবুল ইসলাম স্বীকার করেছেন, তিনি ফ্ল্যাটটি ২০০১ সালে কিনেছিলেন। কিন্তু আর কোনো তথ্য জানাননি তিনি।

আরও জানা গেছে, আবদুল মোতালিফ ২০০৪ সালে টিউলিপ সিদ্দিককে উপহার হিসেবে কিং’স ক্রসের ওই ফ্ল্যাটটি উপহার দেন। সেখানে কয়েক বছর ছিলেন টিউলিপ। এরপর তার অন্য ভাই-বোনরা আরও বেশ কয়েক বছর ছিলেন। বর্তমানে ফ্ল্যাটটি ভাড়া দিয়েছেন টিউলিপ। সেখান থেকে বাৎসরিক ৯০ হাজার পাউন্ড (১ কোটি ৩৫ লাখ ৬৮ হাজার টাকা) উপার্জন হচ্ছে তার।

এদিকে যুক্তরাজ্যের দৈনিক ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে জানিয়েছে, ১ লাখ ৯৫ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৯৩ লাখ ৯৭ হাজার টাকা) দিয়ে ২০০১ সালের জানুয়ারিতে ফ্ল্যাটটি কিনেছিলেন আবদুল মোতালিফ। বেশ সস্তাতেই পেয়েছিলেন তিনি, কারণ একই বছর আগস্ট মাসে সেই ফ্ল্যাটটির পার্শ্ববর্তী আরেকটি ফ্ল্যাট বিক্রি হয়েছে ৬ লাখ ৫০ হাজার পাউন্ডে (বাংলাদেশি মুদ্রায় ৯ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার টাকা)।

২০১৫ সালের পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টির হয়ে পূর্ব লন্ডনের হ্যাম্পস্টেড আসন থেকে প্রথমবারের মতো প্রার্থী হন টিউলিপ সিদ্দিক। তারপর থেকে এ পর্যন্ত ওই আসনে চার বার প্রার্থী হয়েছেন টিউলিপ, প্রতিবারই জয়ী হয়েছেন। তবে কোনো নির্বাচনী হলফনামায় এ ফ্ল্যাটের ব্যাপারে উল্লেখ করেননি টিউলিপ।

আরটিভি/এসএপি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন টিউলিপ সিদ্দিক
টিউলিপ সিদ্দিকের দুর্নীতি নিয়ে যা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
বৃটিশ উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান
যুক্তরাজ্যে বাংলাদেশ প্রেসক্লাব ইউকে’র যাত্রা শুরু