• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

শক্তিশালী ঝড়ের প্রভাবে যুক্তরাষ্ট্রের কয়েক রাজ্যে জরুরি অবস্থা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ জানুয়ারি ২০২৫, ১২:৪৪
শক্তিশালী ঝড়ের প্রভাবে যুক্তরাষ্ট্রের কয়েক রাজ্যে জরুরি অবস্থা
ছবি: সংগৃহীত

শক্তিশালী শীতকালীন ঝড় হানা দিয়েছে যুক্তরাষ্ট্রে। ঝড়ের প্রভাবে দেশটির বিভিন্ন রাজ্যে সর্বোচ্চ তুষারপাত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। সঙ্গে গত এক দশকের মধ্যে দেশটিতে সর্বনিম্ন তাপমাত্রাও রেকর্ড হতে পারে।

যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে শুরু হওয়া ঝড়টি আগামী কয়েকদিনের মধ্যে পূর্ব দিকে যাবে বলে জানিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া সার্ভিস (এনডব্লিউএস)। খবর বিবিসির।

রোববার (৫ জানুয়ারি) সংবাদমাধ্যমটিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ঝড়ের কারণে কেন্টাকি এবং ভার্জিনিয়ায় ইতোমধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এছাড়া মিসিসিপি এবং ফ্লোরিডার মতো রাজ্য— যেগুলোর বাসিন্দারা তীব্র ঠান্ডার সঙ্গে পরিচত নয়, তাদেরও এই প্রাকৃতিক বিপর্যয় নিয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, মেরু ঘূর্ণির কারণে আবহাওয়ায় এমন বিরূপ পরিস্থিতি দেখা যাচ্ছে। মেরু ঘূর্ণি একটি ঠান্ডা বায়ুময় এলাকা। যেটি আর্কটিক অঞ্চলে চলাচল করে।

যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসাগর ও বায়ুমণ্ডলীয় প্রশাসন বলেছে, কিছু কিছু জায়গায় গত এক দশকের মধ্যে সর্বোচ্চ তুষারপাত হতে পারে। অ্যাকুওয়েদারের আবহাওয়াবিদ ড্যান ডেপোডিন বলেছেন, ঝড়টির কারণে ২০১১ সালের পর যুক্তরাষ্ট্রের মানুষ সবচেয়ে ঠান্ডা জানুয়ারি প্রত্যক্ষ করতে পারে।

ভয়ঙ্কর এ ঝড়টির প্রভাবে সাধারণ মানুষের প্রতিদিনকার কর্মকাণ্ড বাধাগ্রস্ত হবে। এছাড়া সড়কপথ বন্ধও হয়ে যেতে পারে। কানসাস এবং ইন্ডিয়ানাতে প্রায় ৮ ইঞ্চি পরিমাণ তুষারপাত হতে পারে। অপরদিকে মধ্যপশ্চিমাঞ্চলে তুষারঝড় হওয়ার সম্ভাবনা আছে।

আবহাওয়াবিদ রায়ান মাও বলেছেন, ঝড়ের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। বলা যায় বিপর্যয় ঘটবে। এটি এমন ঝড় যা আমরা গত কয়েক বছর দেখিনি।

আরটিভি/এসএইচএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৯৫
তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৫৩
তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩০ জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়, ৭ রাজ্যে জরুরি অবস্থা জারি