যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়, ৭ রাজ্যে জরুরি অবস্থা জারি
যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়ের কারণে ৭টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এতে দেশটির ৩০টি অঙ্গরাজ্যের ৬ কোটির বেশি মানুষ দুর্যোগে পড়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। কয়েক দশকের মধ্যে এটিই যুক্তরাষ্ট্রে সবচেয়ে ভয়াবহ তুষারঝড় হতে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া বিভাগ।
সোমবার (৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
তুষাড়ের কারণে অনেক স্থানে তাপমাত্রা রেকর্ড মাত্রায় কমে গেছে। ২ হাজারেরও বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং আরও কমপক্ষে দেড় হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। সোমবার ওয়াশিংটনে ভারি তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
এ ছাড়াও কয়েকটি অঙ্গরাজ্যের স্কুল ও সরকারি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। তুষারঝড়টি আটলান্টিক থেকে এখন যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানায় আবহাওয়া বিভাগ।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, এই ঝড় এক দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি তুষারপাত এবং হিম শীতল তাপমাত্রাসহ তুষার ঝড়ের পরিস্থিতি বয়ে আনতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, ঝড়টি যুক্তরাষ্ট্রের মাঝামাঝি থেকে শুরু হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যে পূর্ব দিকে অগ্রসর হবে।
আরটিভি/এআর
মন্তব্য করুন