• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

ইসরায়েলি আগ্রাসনে ১৫ মাসে গাজায় নিহত ৪৫ হাজার ৯০০ 

আরটিভি নিউজ

  ০৮ জানুয়ারি ২০২৫, ১০:২১
ইসরায়েলি আগ্রাসনে ১৫ মাসে গাজায় নিহত ৪৫ হাজার ৯০০ 
ফাইল ছবি

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতা থামছেই না। সবশেষ অবরুদ্ধ উপত্যকাটির ‘মানবিক অঞ্চল’ ঘোষিত এলাকায় হামলা চালিয়ে পাঁচ শিশুসহ ৪৯ নিরীহ ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিয়েছে দখলদার বাহিনী। এর ফলে বিগত ১৫ মাসে ভূখণ্ডটিতে ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানির সংখ্যা প্রায় ৪৫ হাজার ৯০০ জনে পৌঁছেছে।

এ ছাড়া ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া বর্বর এ আগ্রাসনে আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। খবর আল জাজিরার।

বুধবার (৮ জানুয়ারি) প্রকাশিত সবশেষ প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, মঙ্গলবার গাজাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৪৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে আল-মাওয়াসির তথাকথিত ‘নিরাপদ অঞ্চলে’ পাঁচ শিশু এবং জাবালিয়ায় চালানো হামলায় আটজন লোকও আছেন।

আল জাজিরা বলেছে, ইসরায়েলি বাহিনী আল-মাওয়াসির মানবিক অঞ্চলসহ গাজা উপত্যকাজুড়ে তাদের আক্রমণ আরও জোরদার করছে এবং আবাসিক বাড়িঘর ও বেসামরিক অবকাঠামোয় উল্লেখযোগ্য ধ্বংসলীলা চালাচ্ছে।

এদিকে ত্রাণবাহী গাড়ির ওপর ইসরায়েলিদের আক্রমণ এবং জ্বালানি ট্যাংকসহ সহায়তাবাহী গাড়িতে লুটপাটের কারণে গাজার মানবিক সংকট দিন দিন আরও গভীর হচ্ছে। গাজার ইউরোপীয় হাসপাতাল সতর্ক করে বলেছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের মজুদে থাকা জ্বালানি শেষ হয়ে যাবে এবং আল-আকসা হাসপাতালও বলেছে, জ্বালানি ঘাটতির কারণে তাদেরকে বিদ্যুৎ বন্ধ করে দিতে হবে।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। ইসরায়েলি আগ্রাসনের কারণে অবরুদ্ধ ভূখণ্ডটির ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে এখন খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে জীবন যাপন করছেন গাজার সব বাসিন্দা।

আরটিভি/এসএইচএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাভারে বাস-অ্যাম্বুলেন্সে আগুন, অগ্নিদগ্ধ হয়ে নিহত ৪
লস অ্যাঞ্জেলেসে দাবানলে নিহত ২, পালাচ্ছেন বাসিন্দারা
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
মোটরসাইকেলের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ, দুই কলেজছাত্র নিহত