• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

ইসরায়েলের হামলায় গাজায় নিহত আরও অর্ধশতাধিক

আরটিভি নিউজ

  ০৯ জানুয়ারি ২০২৫, ০৯:২৪
ইসরায়েলের হামলায় গাজায় নিহত আরও অর্ধশতাধিক
ফাইল ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বর্বরতা থামার নামই নেই। বিগত ১৫ মাস ধরে অবরুদ্ধ উপত্যকাটির বাসিন্দাদের ওপর নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। প্রতিদিনই স্বজন হারানোর আর্তনাদে ভারী হয়ে উঠছে ফিলিস্তিনের আকাশ। সবশেষ ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি।

এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৪৫ হাজার ৯০০ ছাড়িয়ে গেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলা এ হামলায় এ পর্যন্ত আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।

বুধবার (৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭৮ জন। এতে করে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত অবরুদ্ধ ভূখণ্ডটিতে নিহতের সংখ্যা বেড়ে ৪৫ হাজার ৯৩৬ জনে পৌঁছেছে। গত ১৫ মাসের হামলায় আহত হয়েছেন আরও অন্তত এক লাখ ৯ হাজার ২৭৪ জন।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত হামলার পর থেকে প্রতিশোধের নাম করে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। অব্যাহত এই হামলায় গাজার হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ধ্বংস হয়ে গেছে।

এছাড়া দখলদার বাহিনীর আগ্রাসনে নিজেদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন গাজার ২০ লাখেরও বেশি বাসিন্দা। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। সেইসঙ্গে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে বাস করছেন গাজার প্রত্যেকটি বাসিন্দা।

আরটিভি/এসএইচএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্তে গুলিতে বাংলাদেশি নিহত, পতাকা বৈঠকে বিএসএফকে বিজিবির প্রতিবাদ
রাখাইনে জান্তাবাহিনীর বিমান হামলা, নিহত অন্তত ৪০
যুক্তরাষ্ট্রে দাবানলে নিহত বেড়ে ৫, পুড়ছে হলিউড হিলস
ময়মনসিংহে কাওয়ালী অনুষ্ঠানে হামলা-ভাঙচুর