নেতানিয়াহুকে রক্ষায় আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিল পাস মার্কিন পার্লামেন্টে

আরটিভি নিউজ

শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ , ১১:২৩ এএম


নেতানিয়াহুকে রক্ষায় আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিল পাস মার্কিন পার্লামেন্টে
ফাইল ছবি

এবার আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞা বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভস। গাজায় গণহত্যার দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার পাল্টা জবাব হিসেবে এ নিষেধাজ্ঞা বিল পাসের পক্ষে ভোট দিয়েছেন মার্কিন আইনপ্রণেতারা।

বিজ্ঞাপন

স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ‘অবৈধ আদালত প্রতিক্রিয়া’ আইন নামে এ বিল পাস হয়। খবর আলজাজিরার। 

বিলটি উত্থাপনের পর ২৪৩ জন মার্কিন আইনপ্রণেতা ভোট দেন এর পক্ষে। বিলের বিপক্ষে ভোট পড়ে ১৪০টি। নতুন এ মার্কিন আইনটি আইসিসির কোনো কর্মকর্তা বা হেগকে সমর্থনকারী যেকোনো সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানাবে। নিষেধাজ্ঞার মধ্যে ভিসা বাতিল বা প্রত্যাহার এবং মার্কিন সম্পত্তি লেনদেন নিষিদ্ধ করার বিষয়াদিও অন্তর্ভুক্ত রয়েছে।

বিজ্ঞাপন

একইসঙ্গে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সুরক্ষিত ব্যক্তির বিরুদ্ধে তদন্ত, গ্রেপ্তার, আটক বা বিচারিক কার্যক্রমে আইসিসি অগ্রসর হওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কাজ করবে এই আইন।

বিল পাসে সমর্থনদাতাদের মধ্যে ১৯৮ জন রিপাবলিকান আইনপ্রণেতা ছাড়াও ৪৫ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা আছেন। বিলটি এখন সিনেটে যাবে।

আইনটিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল রোম চুক্তির স্বাক্ষরকারী নয়, যা আইসিসি প্রতিষ্ঠা করেছে। সে অনুযায়ী তাদের কার্যক্রমের ওপর আইসিসির কোন অধিকার নেই।

বিজ্ঞাপন

এদিকে মার্কিন প্রতিনিধি পরিষদের এমন পদক্ষেপে ইতোমধ্যে ক্ষোভ প্রকাশ করেছে অনেকে। কেন্টাকির প্রতিনিধি থমাস ম্যাসি এই আইনটিতে ভোটদানে বিরত ছিলেন। তিনি বলেন, নতুন প্রশাসন এসে যুদ্ধ বন্ধ কিংবা মূল্যস্ফীতি হ্রাস নয়; বরং আইসিসির ওপর নিষেধাজ্ঞা দিতে ব্যস্ত হয়ে পড়েছে।

প্রতিনিধি পরিষদের এই ভোট, ইসরায়েল সরকারের প্রতি ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান সমর্থকদের দৃঢ় সমর্থনকে প্রকাশ করেছে। এখন কংগ্রেসের উভয় পরিষদই নিয়ন্ত্রণ করছে রিপাবলিকানরা। আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প।

উল্লেখ্য, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের নভেম্বর বেনিয়ামিন নেতানিয়াহু ও ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত।

আইসিসি তার বিবৃতিতে জানায়, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ২০ মে পর্যন্ত গাজায় সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য বেনিয়ামিন নেতানিয়াহু ও ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আরটিভি/এসএইচএম/এস
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission