সিরিয়ায় জনসম্মুখে আসাদ অনুগত কর্মকর্তার মৃত্যুদণ্ড
সিরিয়ায় বিদ্রোহীদের তুমুল আন্দোলনের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত ও তথ্যদাতা সরকারি এক কর্মকর্তার জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
শুক্রবার (১০ জানুয়ারি) আসাদের অনুগত ওই কর্মকর্তাকে মাথায় গুলি চালিয়ে হত্যা করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ফরাসি বার্তাসংস্থা এএফপি।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, রাজধানী দামেস্কের উপকণ্ঠের দুম্মারের রাস্তায় যোদ্ধারা কেনেহর মাথায় গুলি চালিয়ে হত্যা করেছেন। দেশটির ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বাশার আল-আসাদের অনুগত ও তথ্য পাচারকারী হিসেবে অভিযোগ তুলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
তবে এ বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও দামেস্কের কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনও সাড়া দেয়নি বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মাজেন কেনেহকে একটি গাছের গুঁড়িতে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। তার জামাকাপড় রক্তাক্ত এবং মাথায় গুলির ক্ষত রয়েছে। এ সময় ঘটনাস্থলে শিশুসহ শত শত মানুষকে দেখা যায়; যারা মরদেহের চারপাশে জড়ো হয়েছেন। ভিডিওতে অনেক মানুষকে মোবাইল ফোনে মাজেনের মরদেহের ছবি তুলতে ও ক্ষুব্ধ জনতাকে লাঠি দিয়ে মরদেহে আঘাত, এমনকি মাথায় লাথি মারতেও দেখা যায়।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, মাজেন কেনেহের বিরুদ্ধে বিদ্বেষপ্রসূত নিরাপত্তা প্রতিবেদন লেখার অভিযোগ তোলা হয়েছিল। যে প্রতিবেদনের জেরে দেশটির অনেক যুবককে নির্যাতন ও কারাভোগ করতে হয়; যারা আসাদের শাসনামলে কারাগারে নির্যাতনের শিকার হয়েছিলেন।
আরটিভি/কেএইচ
মন্তব্য করুন