• ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
logo

জিম্মি মুক্তির একটি চুক্তি হয়েছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

  ১৬ জানুয়ারি ২০২৫, ০১:৩০
জিম্মি মুক্তির একটি চুক্তি হয়েছে: ট্রাম্প
ফাইল ছবি।

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। ইসরায়েল ও হামাস গাজা যুদ্ধের জন্য একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে।

বুধবার (১৫ জানুয়ারি) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া স্ট্যাটাসে তিনি এসব কথা জানান বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে।

এতে বলা হয়, ট্রুথ সোশ্যালে এক স্ট্যাটাসে তিনি জানান, মধ্যপ্রাচ্যে বন্দিদের জন্য আমরা একটি চুক্তিতে পৌঁছেছি। তারা শিগগিরই মুক্তি পাবেন। ধন্যবাদ।

যদিও যুদ্ধবিরতির এই চুক্তিটি আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা করা হয়নি। তবে সূত্রের বরাত দিয়ে সংবাদসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তিতে মোট ছয়টি ধাপ রয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ৩৩ জন জিম্মিকে মুক্তি দেবে হামাস।

এছাড়া কয়েকটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, ইসরায়েল ও হামাস একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে। চুক্তি অনুযায়ী পর্যায়ক্রমে ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি কারাবন্দিদের মুক্তি দেয়া হবে।

আলোচনার সঙ্গে যুক্ত একজন জ্যেষ্ঠ আরব কূটনীতিক টাইমস অব ইসরায়েলকে বলেছেন, যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর শিগগিরই একটি যৌথ বিবৃতি জারি করে চুক্তির ঘোষণা দেবে। এরপর কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানী দোহায় একটি সংবাদ সম্মেলন করবেন এবং চুক্তির বিস্তারিত তথ্য প্রদান করবেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

এদিকে, আলোচনাস্থলে হামাস এবং ইসরায়েলের আলোচকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান বিন জসিম আল থানি।

এর আগে ১৫ মাস ধরে চলে আসা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের কথা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাপন্থি সশস্ত্র সংগঠন হামাস। আলজাজিরা জানিয়েছে, হামাস নিশ্চিত করেছে যে, তারা যুদ্ধবিরতি প্রস্তাব অনুমোদন করেছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে এখনও কোনো ঘোষণা আসেনি।

আরটিভি/কেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হামাস-ইসরায়েল 
ট্রাম্পের অভিষেক ঘিরে কঠোর নিরাপত্তার চাদরে ওয়াশিংটন
প্রতিরক্ষা-খরচ নিয়ে ট্রাম্পের প্রস্তাব খারিজ শলৎসের
যুদ্ধবিরতি আলোচনার শেষপ্রান্তে হামাস-ইসরায়েল, সিদ্ধান্ত যেকোনো সময়