ট্রাম্পের শপথের আগেই ৩ জ্যেষ্ঠ কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ , ০৫:৩৯ পিএম


ট্রাম্পের শপথের আগেই ৩ জ্যেষ্ঠ কূটনীতিককে পদত্যাগের নির্দেশ
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর দুদিন পর শপথ নেবেন। এরই মধ্যে বাংলাদেশে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটসহ দেশটির তিনজন জ্যেষ্ঠ কূটনীতিককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন ট্রাম্পের সহযোগীরা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোকবল ও অভ্যন্তরীণ সমন্বয়ের দায়িত্ব পালন করছেন ওই সহযোগীরা।

বিজ্ঞাপন

শনিবার (১৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নাম প্রকাশে অনিচ্ছুক বিষয়টির সঙ্গে সম্পর্কিত দুজন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবদেনে বলা হয়েছে, ওই তিন জ্যেষ্ঠ কূটনীতিক হলেন মার্শা বার্নিকাট, ডেরেক হোগান ও আলেইনা তেপলিৎজ। ক্ষমতা নেওয়ার পর কূটনৈতিক বহরে বড় ধরনের পরিবর্তন আনবেন ট্রাম্প। এটি সেটিরই ইঙ্গিত।

বিজ্ঞাপন

‘ডিপ স্টেটকে মুছে ফেলতে’ অনুগত নয়, এমন কর্মকর্তাদের বরখাস্ত করবেন বলে নির্বাচনী প্রচারের সময়ই হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। 

নতুন প্রেসিডেন্ট নেওয়ার পরপর যুক্তরাষ্ট্রের প্রশাসনে রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা পদত্যাগ করেন। যদিও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সাধারণত নিজেদের দায়িত্ব চালিয়ে যান। ট্রাম্পের সহযোগীরা যে তিন জনকে পদত্যাগ করেতে বলেছেন, তারা ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় প্রশাসনে রাষ্ট্রদূতসহ গুরুত্বপূর্ণ সব দায়িত্ব পালন করেছেন, করছেন।

এ বিষয়ে ট্রাম্পের ক্ষমতাগ্রহণ সংক্রান্ত অন্তর্বর্তী দলের মুখপাত্র রয়টার্সকে বলেন, ‘আমাদের জাতি ও আমেরিকার কর্মজীবী নারী-পুরুষকে প্রথমে রাখার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের দৃষ্টিভঙ্গির প্রতি শ্রদ্ধা পোষণ করেন, এমন কর্মকর্তাদের খুঁজে বের করতে অন্তর্বর্তী দলের পক্ষ থেকে চেষ্টা করাটা খুবই স্বাভাবিক।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমাদের অনেক ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াতে চেষ্টা করে যেতে হবে। আর এ জন্য একই লক্ষ্যের প্রতি মনোযোগ রয়েছে, এমন প্রতিশ্রুতিবদ্ধ একটি দল দরকার।’

তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, এ বিষয়ে নিজস্ব কোনও ঘোষণা দেবে না মন্ত্রণালয়। 

অন্যদিকে পদত্যাগ করতে বলা তিন জ্যেষ্ঠ কূটনীতিকের কেউই রয়টার্সকে প্রতিক্রিয়া জানানোর অনুরোধে সাড়া দেননি।

আরটিভি/এসএপি-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission