• ঢাকা সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১
logo

ইসরায়েলি তিন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস

আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ জানুয়ারি ২০২৫, ২২:৫৫
ছবি: সংগৃহীত

ইসরায়েলি তিন জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। চুক্তির শর্ত অনুযায়ী, গাজার আল-সায়রা স্কয়ারে রেডক্রসের হাতে এই জিম্মিদের তুলে দিয়েছে হামাস।

রোববার (১৯ জানুয়ারি) চুক্তির প্রথম দিনই হামাস-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। তবে স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা থাকলেও তিন ঘণ্টা বিলম্ব হয়। এই সময়ের মধ্যে হামলা চালিয়ে ২০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি সেনারা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি, রয়টার্স, আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, হামাস তিন জিম্মির নামের তালিকা না দেওয়ায় নির্ধারিত সময়ে যুদ্ধবিরতি কার্যকরে বেঁকে বসেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পরে নামের তালিকা প্রকাশ করায় ইসরায়েলি বেঞ্জামিন নেতানিয়াহু আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি শুরুর ঘোষণা দেন।

এরপরই বাস্ত্যচ্যুত সাধারণ ফিলিস্তিনিরা তাদের বাড়িঘরে ফিরতে শুরু করেন। যদিও অনেকের বাড়ির কোনো অস্তিত্ব নেই। তবে কেউ কেউ বলেছেন, বিধ্বস্ত বাড়ির ওপরই তাঁবু তৈরি করে থাকবেন। তারা চান নিজেদের চিরচেনা এলাকায় ফিরে যেতে। তারা আবারও প্রতিবেশী ও আত্মীয়-স্বজনদের সঙ্গে আগের মতো সময় কাটাতে চান।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, প্রাথমিকভাবে ইসরায়েলি তিন জিম্মির মুক্তির বিষয়টি নিশ্চিত করে হামাসের এক জ্যেষ্ঠ নেতা জানান, চুক্তি অনুযায়ী, তিন নারী জিম্মিকে মুক্তি দিয়ে রেডক্রসের হাতে তুলে দেওয়া হয়েছে। পশ্চিম গাজা সিটির আল রিমাল এলাকার আল-সায়রা স্কয়ারে তিন নারী জিম্মিকে আনুষ্ঠানিকভাবে রেডক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে। রেডক্রসের সদস্যরা জিম্মিদের সঙ্গে দেখা করেছেন এবং তাদের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন। এরপরই তাদের তুলে দেওয়া হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, হামাসের যোদ্ধারা জিম্মিদের রেডক্রসের হাতে তুলে দিয়েছেন বলে নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনীও। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, রেড ক্রস আমাদের সঙ্গে যোগাযোগ করে বলেছে, ইসরায়েলি তিন জিম্মিকে তাদের কাছে স্থানান্তর করা হয়েছে। তারা (রেডক্রস) গাজা উপত্যকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ও নিরাপত্তা সংস্থার সদস্যদের কাছে হস্তান্তরের জন্য জিম্মিদের নিয়ে যাচ্ছে।

আরটিভি/কেএইচ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুদ্ধবিরতি: গাজায় ঢুকতে শুরু করেছে ত্রাণবাহী ট্রাক
কক্সবাজারে পর্যটকদের জিম্মি করে ছিনতাই, গ্রেপ্তার ৬
বাহাত্তরের সংবিধান বাতিল মানে মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা নয়: ফরহাদ মজহার 
প্রথম পর্বে ৭৩৫ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল