২৫ বছর বয়সের বেশি যেকোনো দেশের নারীদের এখন থেকে একাই সৌদি আরব ভ্রমণ করার অনুমোদন দিয়েছে দেশটি। ২৫ বছরের কম বয়সী নারীরা ভ্রমণ করতে পারবেন যদি পরিবারের যেকোনো একজন সদস্য তাদের সঙ্গে থাকে। সৌদি কমিশন অব ট্যুরিজম অ্যান্ড ন্যাশনাল হেরিটেজের পক্ষ থেকে এই অনুমোদন দেয়া হয়েছে। বৃহস্পতিবার এমন তথ্য দিয়ে খবর প্রকাশ করেছে আরব নিউজ।
সৌদি পর্যটন শিল্পের বিকাশের জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে কমিশনের লাইসেন্স বিভাগের মহাপরিচালক ওমর আল-মুবারক বলেন, এটি হবে একটি সিঙ্গেল-এন্ট্রি ভিসা। এর মেয়াদকাল ৩০ দিন। এটি দিয়ে তারা ভ্রমণ, হজ ও ওমরা পালন করতে পারবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘এরমধ্যেই এই ভ্রমণ ভিসার প্রধান ও নির্বাহী আদেশ-প্রত্যাদেশগুলো চূড়ান্ত করা হয়েছে।
২০১৮ সালের প্রথম তিন মাসের মধ্যেই এই ট্যুরিজম ভিসা ইস্যুর প্রক্রিয়া শুরু হবে বলে আশা প্রকাশ করেছে সৌদি কমিশন অব ট্যুরিজম অ্যান্ড ন্যাশনাল হেরিটেজ।
এদিকে সৌদির এ উদ্যোগকে যুগান্তকারী ভূমিকা হিসেবে দেখা হচ্ছে।
এপি/জেবি