• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

ট্রাম্পের শপথের দিন ভিডিও কলে কথা বললেন পুতিন-শি

আন্তর্জাতিক ডেস্ক

  ২২ জানুয়ারি ২০২৫, ০২:৩৯
ট্রাম্পের শপথের দিন ভিডিও কলে কথা বললেন পুতিন-শি
ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার দিন ভিডিও কলে কথা বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

মঙ্গলবার (২১ জানুয়ারি) এই দুই বিশ্ব নেতা ভিডিও কলে কথা বলেন। তারা কৌশলগত অংশীদারিত্ব আরও উন্নত করার প্রস্তাব দেন। পাশাপাশি দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করারও আহবান জানিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

বৈঠকের বিষয়ে ক্রেমলিনের একটি ভিডিও অনুসারে চীনা নেতা শিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, আমি আপনার সঙ্গে একমত যে মস্কো এবং বেইজিংয়ের মধ্যে সহযোগিতা জাতীয় স্বার্থের ভিত্তিতে এবং বৃহৎ দুই পরাশক্তির মধ্যে সম্পর্ক কেমন হওয়া উচিত সে বিষয়ে মতামতের মিলের ওপর তৈরি। আমাদের সম্পর্ক হবে বন্ধুত্ব, পারস্পরিক বিশ্বাস ও সমর্থন, সমতা এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে। এই সংযোগগুলো হবে স্বয়ংসম্পূর্ণ। দেশীয় রাজনৈতিক কারণ এবং বর্তমান বৈশ্বিক পরিস্থিতির ওপর নির্ভরশীল নয়।

এদিকে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রুশ প্রেসিডেন্ট পুতিনকে তার ‘প্রিয় বন্ধু’ বলে সম্বোধন করে বলেন, তাদের সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে এবং ভবিষ্যতে তা নতুন উচ্চতায় পৌঁছাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এর আগে চীনের প্রতি কঠোর হওয়ার এবং ইউক্রেনের যুদ্ধ বন্ধ করার বিষয়ে পুতিনের সঙ্গে কথা বলার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প।

এর আগে শপথ গ্রহণের পর সাংবাদিকদের কাছে দেওয়া মন্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, পুতিনের উচিত যুদ্ধ বন্ধের জন্য একটি চুক্তি করা। কারণ এই সংঘাত রাশিয়াকে ‘ধ্বংস’ করছে।

আরটিভি/কেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা মালয়েশিয়া গমনপ্রত্যাশীদের
সংস্কারে এই বছরের বেশি সময় লাগার কথা নয়: নজরুল ইসলাম খান
বিমানে তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি
জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে দেওয়া ট্রাম্পের আদেশের বিরুদ্ধে মামলা