• ঢাকা সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
logo

মস্কো থেকে ৬টি যুদ্ধবিমান কিনছে মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক

  ২২ জানুয়ারি ২০১৮, ১৭:৪৭

রাশিয়া থেকে ছয়টি এসইউ-৩০ যুদ্ধবিমান কিনছে মিয়ানমার। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমন তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা আরআইএ।

আরআইএর প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমার নিজেদের স্থল ও নৌবাহিনীর জন্য রাশিয়ার কাছ থেকে অন্যান্য সামরিক রসদ কেনার আগ্রহও প্রকাশ করেছে।

২০১৭ সালের আগস্ট থেকে রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর বর্বর নির্যাতন আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার জন্ম দেয়। নির্যাতনের মুখে দেশটি থেকে প্রায় সাড়ে ছয় লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে।

জাতিসংঘ এই নির্যাতনকে জাতিগত নির্মূল অভিযান হিসেবে বর্ণনা করে।

এদিকে মিয়ানমার সেনাবাহিনী শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছে।

গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির দায়ে যুক্তরাষ্ট্র মিয়ানমারের ১৩ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যাদের মধ্যে রাখাইনে বর্বর নির্যাতন চালানোর সময় সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত জেনারেল মং মং সোয়ে-ও আছেন।

আরও পড়ুন

এপি/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাঁচ বিসিএস থেকে ১৮১৪৯ জনকে নিয়োগ দেবে সরকার 
ঢাকা থেকে সিলেটের সাবেক কাউন্সিলর লায়েক গ্রেপ্তার
বেনাপোল থেকে দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ
ধানখেত থেকে সাঁওতাল নারীর মরদেহ উদ্ধার