অর্থবরাদ্দ সংক্রান্ত বিল অনুমোদন
কংগ্রেসে বিল পাসের পর মার্কিন শাট ডাউনের ইতি
ভোটাভুটির মধ্য দিয়ে অর্থবরাদ্দ সংক্রান্ত বিল অনুমোদনের পর যুক্তরাষ্ট্রের অচলাবস্থা দূর হয়েছে। স্থানীয় সময় সোমবার রাতে হাউস ও সিনেটে এই ভোটাভুটি হয়। অর্থবরাদ্দ বিল সিনেটে ৮১-১৮ ভোটে পাস হয়। প্রতিনিধি পরিষদে ২৬৬-১৫০ ভোটে পাস হয়।
ভোটাভুটির পর রাতেই দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারি অচলাবস্থা কাটাতে বিলটিতে সই করেছেন। খবর বিবিসি, রয়টার্স।
তরুণ অভিবাসীদের জন্য সাবেক প্রেসিডেন্ট ওবামা আমলের সুরক্ষা অক্ষুন্ন থাকার নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত, ডেমোক্র্যাটরা বাজেট বিলে ভোট দিতে আপত্তি জানানোয় সমস্যার সুরাহা হচ্ছিল না।
রিপাবলিকানদের সঙ্গে অভিবাসন নিয়ে আলোচনা অব্যাহত রাখার প্রেক্ষাপটে সরকার সচলে ভোট দিতে রাজি হন ডেমোক্র্যাটরা।
সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা বলছেন, তিন দিনের অচলাবস্থা কাটাতে ডোনাল্ড ট্রাম্প বিলে সই করেছেন। ৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই সাময়িক অর্থবরাদ্দ থাকবে। সাময়িকভাবে সরকার পরিচালনার জন্য তহবিল অনুমোদন করা হবে যাতে ৮ ফেব্রুয়ারির আগে কংগ্রেস স্থায়ী তহবিল নিয়ে একটি চুক্তিতে পৌঁছতে পারে।
রিপাবলিকান নেতা সিনেটর মিচ ম্যাককোনেল জানান, আমাদের সামনে এগুতে হবে। সে হিসেবে এটি আমাদের জন্য প্রথম পদক্ষেপ।
এদিকে সিনেটর চাক শুমার বলেন, অভিবাসনের শিকার তরুণদের সুরক্ষায় রিপাবলিকরা উদ্যোগী হলে ডেমোক্র্যাটরা তাতে সমর্থন দেবে।
শুমার জানান জানান, অল্প কয়েক ঘণ্টার মধ্যে গত তিনদিন ধরে অব্যাহত শাট ডাউনের ইতি ঘটছে।
এছাড়া, ওবামা'র ডাকা কর্মসূচির মাধ্যমে শিশু থেকে তরুণে পরিণত হওয়া সাত লাখেরও বেশি অভিবাসীর বিষয়ে তিনি আশাবাদী বলেও মত প্রকাশ করেন।
রোববার বাজেট পাসের জন্য সমর্থন দিতে ডেমোক্রেট দলীয়রা ট্রাম্পের অভিবাসন নীতি পরিবর্তনের শর্ত দেয়। কিন্তু রিপাবলিকান দলীয়রা জানায়, অচলাবস্থায় সরকারের কার্যক্রম বন্ধ থাকলে এই বিষয়ে কোনো চুক্তিতে আসা সম্ভব নয়।
আরও পড়ুন
এপি/জেএইচ
মন্তব্য করুন