• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

আলাস্কায় ৭.৯ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

  ২৩ জানুয়ারি ২০১৮, ১৫:৫৭

যুক্তরাষ্ট্রের আলাস্কায় ৭ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আলাস্কার ২৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কোডিয়াকে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, এটির গভীরতা ছিল ২৫ কিলোমিটার। তারা জানাচ্ছে, স্থানীয় সময় রাত ১২টায় ভূমিকম্পটি আঘাত হানে। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সার্ভিস জানিয়েছে, আলাস্কার উপকূলীয় এলাকা ও ব্রিটিশ কলম্বিয়ায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা না থাকলেও পরিস্থিতি মনিটর করার কথা জানিয়েছে তারা।

এদিকে হাওয়াই ও গুয়ামের জন্য সুনামি মনিটর বাতিল করা হয়েছে।

আলাস্কার উপকূলীয় অ্যানকোরেজ এলাকার কর্মকর্তারা সুনামির কারণে ‘জীবন ও সম্পদের বহু ক্ষতির হুমকি রয়েছে’ বলে সতর্ক করে দিয়েছেন।

ওই সতর্ক বার্তায় মানুষজনদের উঁচু স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। আলাস্কার উপসাগরীয় এলাকা বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। আলাস্কার পাবলিক রেডিও প্রচারিত সতর্কতা বার্তায় হোমার, সিউয়ার্ড, কোডাক, সিটকা, আনালাস্কা এলাকায় বাসিন্দাদের জন্য এই নির্দেশ জারির কথা বলা হয়।

কোডাক পুলিশ জানিয়েছে, সমুদ্র বন্দর এলাকায় পানি কমে যাচ্ছে। তারা জানাচ্ছেন, তবে এখনও সুনামি সতর্কতা বহাল আছে। তাই উঁচু স্থানে থাকার পরামর্শ দেয়া হচ্ছে।

পুলিশ বলছে, তারা ছয় ইঞ্চি থেকে এক ফুট পর্যন্ত উঁচু ঢেউয়ের দুটি রিপোর্ট পেয়েছেন।

এদিকে আবহাওয়া অফিসের এক কর্মকর্তা ভূমিকম্পের পরপরই ৩২ ফুট উঁচু ঢেউয়ের কথা জানিয়ে টুইট করেন।

অন্যদিকে ভূমিকম্প ও সুনামির ঘটনায় এখনও হতাহতের কোনো খবর জানা যায়নি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রংপুরে মৃদু ভূমিকম্প অনুভূত
এক ঘণ্টায় দুবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কিউবা
ভূমিকম্প মোকাবিলায় সবাইকে প্রস্তুত রাখা সময়ের দাবি: ফারুক ই আজম
ভূমিকম্পে কেঁপে উঠলো ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান