ঢাকাবৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

মানুষের মতো দাঁতওয়ালা মাছ!

আরটিভি অনলাইন ডেস্ক

বুধবার, ২৪ জানুয়ারি ২০১৮ , ০১:৩৩ পিএম


loading/img

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের এক জেলে অদ্ভুত এক মাছ ধরেছেন। গেলো ১২ জানুয়ারি টুকসনের সিলভারবেল লেক থেকে মানুষের দাঁতওয়ালা মাছটি ধরেন জেফ ইভান্স নামের ওই জেলে। তিনি বলেন, ওই মাছটি তাকে বেশ কয়েকবার কামড়ানোর চেষ্টাও করে।

বিজ্ঞাপন

অ্যারিজোনা গেম অ্যান্ড ফিস ডিপার্টমেন্ট পরে এটিকে পাকু মাছ হিসেবে চিহ্নিত করে। তারা বলছেন, এটির আদি নিবাস দক্ষিণ আমেরিকা। এটি পিরানহা গোত্রের একটি মাছ। 

গেম অ্যান্ড ফিসের একজন মুখপাত্র মার্ক হার্ট বলেছেন, আমরা জলাধারে পাকু মাছ সংরক্ষণ করি না। এই মাছগুলোকে হয়তো কারও পোষা ছিল। বেশি বড় হয়ে যাওয়ায় কেউ হয়তো ওই মাছটি লেকে ফেলে দেয়।

বিজ্ঞাপন

হার্ট বলেন, টুসকানের পানিতে মাছ ছেড়ে দেয়া একটি চলমান সমস্যা। তারা স্থানীয় প্রজাতির সঙ্গে এ ধরনের রাক্ষুসে মাছ ছেড়ে দিচ্ছে। এগুলো ভালো চর্চা নয়। 

ফিনিক্সে একটি অ্যাকুরিয়ামের মালিক কেভিন আয়রোলা বলেছেন, কোনো একটা সময়ে একসঙ্গে আমাদের কাছে পাঁচটার বেশি পাকু মাছ থাকে না। ছোট পাকু মাছ দেখতে অনেকটা পিরানহার মতো। কিন্তু বড় হয়ে গেলে মাছগুলো পোষা হিসেবে অতটা জনপ্রিয় নয় গ্রাহকদের কাছে। এটা দুই ফুট পর্যন্ত লম্বা হতে পারে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |