• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

মানুষের মতো দাঁতওয়ালা মাছ!

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৪ জানুয়ারি ২০১৮, ১৩:৩৩

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের এক জেলে অদ্ভুত এক মাছ ধরেছেন। গেলো ১২ জানুয়ারি টুকসনের সিলভারবেল লেক থেকে মানুষের দাঁতওয়ালা মাছটি ধরেন জেফ ইভান্স নামের ওই জেলে। তিনি বলেন, ওই মাছটি তাকে বেশ কয়েকবার কামড়ানোর চেষ্টাও করে।

অ্যারিজোনা গেম অ্যান্ড ফিস ডিপার্টমেন্ট পরে এটিকে পাকু মাছ হিসেবে চিহ্নিত করে। তারা বলছেন, এটির আদি নিবাস দক্ষিণ আমেরিকা। এটি পিরানহা গোত্রের একটি মাছ।

গেম অ্যান্ড ফিসের একজন মুখপাত্র মার্ক হার্ট বলেছেন, আমরা জলাধারে পাকু মাছ সংরক্ষণ করি না। এই মাছগুলোকে হয়তো কারও পোষা ছিল। বেশি বড় হয়ে যাওয়ায় কেউ হয়তো ওই মাছটি লেকে ফেলে দেয়।

হার্ট বলেন, টুসকানের পানিতে মাছ ছেড়ে দেয়া একটি চলমান সমস্যা। তারা স্থানীয় প্রজাতির সঙ্গে এ ধরনের রাক্ষুসে মাছ ছেড়ে দিচ্ছে। এগুলো ভালো চর্চা নয়।

ফিনিক্সে একটি অ্যাকুরিয়ামের মালিক কেভিন আয়রোলা বলেছেন, কোনো একটা সময়ে একসঙ্গে আমাদের কাছে পাঁচটার বেশি পাকু মাছ থাকে না। ছোট পাকু মাছ দেখতে অনেকটা পিরানহার মতো। কিন্তু বড় হয়ে গেলে মাছগুলো পোষা হিসেবে অতটা জনপ্রিয় নয় গ্রাহকদের কাছে। এটা দুই ফুট পর্যন্ত লম্বা হতে পারে।

আরও পড়ুন

এ/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আপনি মানুষ নাকি মানুষের মত শুধু দেখতে উদ্ভট প্রাণী: তমা মির্জা
মানুষের মতো পশু-প্রাণীদেরও বাঁচার অধিকার আছে: নওশাবা
প্রথমবারের মতো ৭৫০ সিসির বাইক আনছে রয়েল এনফিল্ড
চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাছ ব্যবসায়ীর মৃত্যু, আটক ১