• ঢাকা রোববার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১
logo

ইউরোপে ইসলাম নিষিদ্ধ করা হবে : জার্মান নেতা

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৯ জানুয়ারি ২০১৮, ২২:০১

ইউরোপ থেকে ইসলাম ধর্ম নিষিদ্ধ করার ইচ্ছা প্রকাশ করেছেন 'অল্টারনেটিভ ফর জার্মানি' বা 'অল্টারনেটিভ ফর ডাচল্যান্ড' (এএফডি) এর শীর্ষ নেতা বিজোর্ন হোয়েক। তিনি বলেন, যদি কখনোও জার্মানিতে তার দল অল্টারনেটিভ ফর জার্মানি ক্ষমতায় আসে তাহলে ইসলাম ধর্ম নিষিদ্ধ করা হবে।

শনিবার জার্মানিতে এএফডি দলের এক সমাবেশে তিনি এ ঘোষণা দেন। জার্মানির ইসাবেলা শহরে ওই সমাবেশ হয়। বক্তব্যে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের দল একবার ক্ষমতায় আসতে পারলে ইউরোপে ইসলাম নিষিদ্ধ করা হবে।

ইউফ্রাটিস নদীর যে সীমানা থেকে ইউরোপ শুরু হয়েছে ওই সীমানা থেকেই ইউরোপের অভ্যন্তরে ইসলাম নিষিদ্ধ করা হবে।

হোয়েক তার এক ঘণ্টার বক্তব্যে বলেন, মুসলমানরা যুদ্ধ করতে ভালোবাসে কারণ ইসলামের নবী মুহাম্মদ (সা.) একজন জেনারেল ছিলেন। সে কারণে ইসলাম আমাদের জন্য বিরাট হুমকি। তবে এর পরপরই তিনি বলেন, আমি ইসলামের শত্রু নই, আমি খুবই সহনশীল কিন্তু ইসলাম ইউরোপের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

ইসলাম নিষিদ্ধ করার ঘোষণা দিলেও জার্মানির নেতা হয়ে গোটা ইউরোপে কীভাবে ইসলাম নিষিদ্ধ করবে তা ব্যাখ্যা করেননি।

আরও পড়ুন:

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়