পুরুষের ফুটবল খেলা দেখা নারীর জন্য হারাম: দেওবন্দ মুফতি
ছেলেদের ফুটবল খেলা দেখা মুসলিম নারীদের জন্য হারাম বলে ফতোয়া দিয়েছেন ভারতের দারুল উলুম দেওবন্দ মাদরাসার মুফতি আতহার কাসমি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
তিনি বলেছেন, পুরুষ ফুটবলারদের হাঁটু খোলা থাকে, যা ইসলামি রীতির বিরোধী। তাই মুসলিম নারীদের জন্য পুরুষদের ফুটবল খেলা দেখা হারাম।
এ সময় তিনি টেলিভিশনে স্ত্রীদের ফুটবল খেলা দেখতে দেয়ার জন্য স্বামীদেরও সমালোচনা করেন।
গেল শুক্রবার জুমা নামাজের খুতবায় তিনি বলেন, আপনাদের কোনো লজ্জা নেই? আপনারা আল্লাহকে ভয় করেন না? আপনাদের স্ত্রীদের এ ধরনের বিষয় দেখতে দিচ্ছেন।
কাসমি এমন এক সময় এই মন্তব্য করলেন যখন সৌদি আরবে নারীদের স্টেডিয়ামে বসে ফুটবল খেলা দেখার অনুমতি দেয়া হয়েছে। চলতি মাসের শুরুর দিকে সুন্নিপন্থী সৌদি আরব নারীদের স্টেডিয়ামে বসে ফুটবল খেলার ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়।
--------------------------------------------------------
আরও পড়ুন: অল্পের জন্য রক্ষা রুশ-মার্কিন যুদ্ধবিমান!
--------------------------------------------------------
কাসমি বলেন, নারীদের এ ধরনের ফুটবল ম্যাচ দেখার দরকার কী? তারা ফুটবলারদের উরুর দিকে তাকিয়ে কী পাবে। তারা শুরু পুরুষ ফুটবলারদের উরুর দিকেই চেয়ে থাকবে। এমনকি গোল করার মুহূর্তটাও মিস করবে তারা।
ওই ফতোয়ার পর লক্ষ্নৌর সাহিরা নাসিহ নামে এক মুসলিম নারী অধিকারকর্মী সমালোচনা করে বলেছেন, এর অর্থ দাঁড়াচ্ছে যে মুসলিম নারীদের কোনো ধরনের খেলা এমনকি টেনিস বা সাঁতার প্রতিযোগিতাও দেখা উচিত নয়। পুরুষদের খেলা দেখা নারীদের জন্য কিভাবে অনৈতিক হতে পারে? প্রশ্ন তোলেন ওই অধিকারকর্মী।
১৫০ বছরের পুরনো সুন্নি হানাফিপন্থী দারুল উলুম দেওবন্দ ভারতের উত্তর প্রদেশে অবস্থিত। বিশ্লেষকদের অভিযোগ ইসলামের কঠোর ব্যাখ্যার কারণে প্রতিষ্ঠানটি তালেবানের মতো জঙ্গি গোষ্ঠীর মতাদর্শিক ভিত্তি হিসেবে কাজ করে।
আরও পড়ুন:
এ/এমকে
মন্তব্য করুন