• ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

পাকিস্তানে বোমা হামলায় নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

  ৩০ জানুয়ারি ২০১৮, ১৯:৫৭

পাকিস্তানের উত্তরপূর্বাঞ্চলীয় উপজাতি এলাকায় রাস্তায় পুঁতে রাখা বোমার বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। দেশটির সংখ্যালঘু শিয়া সম্প্রদায়কে লক্ষ্য করে চালানো এ হামলায় নিহতদের মধ্যে তিন নারী ও সাত বছর বয়সী এক শিশুও রয়েছে। খবর প্রেস টিভির।

খবরে বলা হয়েছে, একটি গাড়িতে করে যাওয়ার সময় আফগান সীমান্তবর্তী কুররাম জেলায় এ বোমার বিস্ফোরণ ঘটানো হয়। জেলার শিয়া অধ্যুষিত মাকবাল এলাকায় এ বোমার বিস্ফোরণের সময় গাড়িতে নয়জন যাত্রী ছিলেন।

স্থানীয় এক শীর্ষ কর্মকর্তা বশির খান ওয়াজির বলেছেন, মঙ্গলবারের ওই হামলায় নিহত ব্যক্তিদের শরীর ছিন্নভিন্ন হয়ে গেছে।

তিনি বলেন, পুলিশ নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছে। তবে ধারণা করা হচ্ছে তারা শিয়া মুসলিম ছিলেন।

এখনও পর্যন্ত কেউ এ হামলায় দায় স্বীকার করেনি। তবে এর আগে তালেবান ও আল-কায়েদার সঙ্গে জড়িত গ্রুপগুলো পাকিস্তানে শিয়াদের ওপর হামলা চালিয়েছিল।

পাকিস্তানের শিয়া সম্প্রদায়ের মানুষ প্রায়ই এ ধরনের হামলার শিকার হয়। দেশটির সংখ্যালঘু এই সম্প্রদায়ের অভিযোগ বারবার বলার পরও পুলিশ ও সেনাবাহিনী তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।

উল্লেখ্য, পাকিস্তানের জনসংখ্যা ২০ শতাংশের বেশি শিয়া মুসলিম।

আরও পড়ুন:

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে বাজারে কেনাবেচা হয় রাজা-বাদশা, চলে সৌন্দর্যের প্রতিযোগিতা
সিরিজ শেষ না করেই পাকিস্তান ছাড়ল লঙ্কান ক্রিকেটাররা
ওমানকে হারিয়ে এশিয়া কাপ মিশন শুরু বাংলাদেশের
ভারতকে হারিয়ে এশিয়া কাপের প্রস্তুতি সারলো বাংলাদেশ