• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

কোমলমতি শিশুদের হাত পোড়ালেন প্রিন্সিপাল

আন্তর্জাতিক ডেস্ক

  ০২ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৫৮

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের পশ্চিম সিংভুম জেলার চক্রধরপুরের বেরিটা মেমোরিয়াল স্কুলের প্রিন্সিপাল একে একে চতুর্থ শ্রেণির সব ছাত্রছাত্রীকে ডেকে জ্বলন্ত মোমবাতির ওপর তাদের হাত ধরে রাখতে বললেন। প্রিন্সিপালের কথামতো কোমলমতি শিশুরা তাদের হাত জ্বলন্ত মোমবাতির ওপর মেলে ধরে।

রোশন নামের এক শিশুর হাত এতটাই পুড়ে যায় যে তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। তার মা শর্মিলা দেবি জানান, তার ছেলের অবস্থা এখনও স্কুলে যাওয়ার মতো হয়নি। সে কিছু খেতে পারছে না তার হাত দিয়ে। স্কুলেও যেতে চাইছে না। শুধু তার ছেলে নয়, আরও অনেক ছেলের হাত এভাবে পুড়েছে।

ঘটনাটি নিয়ে পুরো এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। এই প্রিন্সিপালের বিরুদ্ধে একটি মামলাও করা হয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: ১০০ বিলিয়ন ডলার ক্লাবে গুগল
--------------------------------------------------------

স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এসডিও প্রদীপ প্রসাদের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে সবার সঙ্গে কথা বলেছেন। এসডিও ইতোমধ্যে জেলা প্রশাসক আরওয়া রাজকমল সিংয়ের কাছে একটি রিপোর্টও জমা দিয়েছেন।

তিনি জানিয়েছেন, স্কুল প্রিন্সিপাল তদন্ত কমিটির সামনে এসে তার দোষ স্বীকার করেছেন।

এর আগে এই স্কুলের চতুর্থ শ্রেণির এক ছাত্রের ২০০ রুপি চুরি হয়ে গেলে সে প্রিন্সিপালের কাছে অভিযোগ করে। প্রিন্সিপাল ক্লাসের সব ছাত্রকে ডেকে জানতে চান, কে এই অর্থ চুরি করেছে। কিন্তু কেউই দোষ স্বীকার করেনি।

এরপর তিনি সবাইকে জ্বলন্ত মোমবাতির ওপর তাদের হাত ধরে রাখতে বলেন। তখন তিনি বলেন, যে টাকা চুরি করেছে, তার হাতই শুধু পুড়বে। বাকিদের কোনো ক্ষতি হবে না।

আরও পড়ুন:

কে/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ, বেড়েছে দাম
ভারতে ইলিশ রপ্তানি বন্ধ চেয়ে করা রিট খারিজ
রেকর্ড গড়ে অস্ট্রেলিয়াকে হারাল ভারত
ভারত পালানোর সময় আখাউড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক