ক্রিকেট মাঠে বোমা বিস্ফোরণে তিন খেলোয়াড় নিহত
দূর নিয়ন্ত্রিত বোমা বিস্ফোরণে আফগানিস্তানের তিন স্থানীয় ক্রিকেটার নিহত হয়েছেন। তাদের সঙ্গে আরও ছয়জন দর্শক আহত হয়েছেন। আফগানিস্তানের নানগারহার প্রদেশে দুটি ভিন্ন জেলায় এ হামলায় তিন স্থানীয় ক্রিকেটারের মৃত্যু হয়। কর্মকর্তারা বলছেন, গতকাল শুক্রবার ক্রিকেট মাঠে বোমা বিস্ফোরণের এই ঘটনাটি ঘটেছে। খবর ডেকান ক্রনিক্যালের।
এ হামলার পর প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগইয়ানি বলেছেন, বাটি কোট জেলায় একটি ক্রিকেট ম্যাচের সময় ওই বোমার বিস্ফোরণে তিনজন খেলোয়াড় নিহত হয়েছেন। তিনি বলেন, স্থানীয় একটি প্রীতি ম্যাচের সময় চালানো ওই হামলায় দুইজন দর্শকও আহত হয়েছেন।
--------------------------------------------------------
আরও পড়ুন: লিবিয়ায় মসজিদে বোমা হামলায় নিহত ৩
--------------------------------------------------------
নানগারহার প্রাদেশিক কাউন্সিলের একজন সদস্য জাবিউল্লাহ জেমারাই বলেছেন, দ্বিতীয় বোমার বিস্ফোরণ ঘটেছে প্রদেশের খোগইয়ানি জেলায়। তিনি বলেন, এ ঘটনায় চারজন দর্শক আহত হয়েছেন।
কেউই এই হামলার দায় স্বীকার করেনি। তবে নানগারহার প্রদেশে তালেবান ও ইসলামিক স্টেটে মতাদর্শে বিশ্বাসী গ্রুপ সক্রিয়। এই গ্রুপগুলো সেখানে প্রায়ই হামলা চালিয়ে থাকে।
এ
মন্তব্য করুন