• ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
logo

রাখাইনের পুরো চিত্র অবগত নন সু চি: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

  ১২ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:৩৯

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেছেন, আমার ধারণা রোহিঙ্গা শরণার্থী সঙ্কটের ‘পুরোপুরি ভয়াবহ চিত্রটা নাও বুঝে’ থাকতে পারেন মিয়ানমার সরকারের উপদেষ্টা অং সান সু চি।

মিয়ানমারের রাজধানী নেইপিদোয় রোববার সু চির সঙ্গে বৈঠকের পর এই মন্তব্য করেন বরিস জনসন। খবর বিবিসির।

তিনি বলেন, আমরা যা দেখেছি আমার মনে হয় না তিনি হেলিকপ্টারে চড়ে সেই চিত্র দেখছেন।

এসময় তিনি রোহিঙ্গা শরণার্থীদের রাখাইনে ফেরার ব্যাপারে জাতিসংঘের সঙ্গে কাজ করার আহ্বান জানান।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, সু চির সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে রাখাইনে কী ঘটেছে সেটি পুরোপুরি জানেন না তিনি। যা ঘটেছে তা ভয়াবহ। মিয়ানমার কর্তৃপক্ষের বাস্তবতা অস্বীকার করার মানসিকতা তৈরি হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

--------------------------------------------------------
আরও পড়ুন: এবার ধাক্কা দিয়ে বিমান সরালেন যাত্রীরা!
--------------------------------------------------------

তিনি আরও বলেন, আমার জীবনে এ ধরনের কিছু কখনও দেখিনি। শত শত গ্রাম পুড়িয়ে দেয়া হয়েছে। সবকিছু ধ্বংস করে দেয়া হয়েছে। আমি মনে করি রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাতিসংঘকে সহায়তা করতে মিয়ানমার কর্তৃপক্ষের কাজ করা প্রয়োজন।

এর আগে শনিবার রাজধানী ঢাকায় বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বরিস জনসন। একইসঙ্গে সীমান্তের কক্সবাজার জেলায় মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের শরণার্থী শিবির পরিদর্শন করেন তিনি।

গেলো বছরের ২৫ আগস্ট রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানে প্রায় সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে।

আরও পড়ুন:

এ/এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেকনাফে শিশুসহ ৩৮ রোহিঙ্গা উদ্ধার
গাজায় যুদ্ধবিরতি ও বন্দি চুক্তিকে স্বাগত জানালেন জাতিসংঘ প্রধান
জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে ডেকে ঢাকার অসন্তোষ
রোহিঙ্গা ভোটার ঠেকাতে রোববার বৈঠকে বসছে ইসি