• ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
logo

ধর্ম অবমাননায় সাজা কোরআন মুখস্থ

আন্তর্জাতিক ডেস্ক

  ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৪৩

খ্রিস্টান ধর্মকে অবমাননার দায়ে তিন মুসলিম যুবককে কোরআনের কিছু আয়াত মুখস্থ করার সাজা দিয়েছেন লেবাননের এক বিচারক। মরিয়ম (আ.) ও ঈসা (আ.)-কে প্রশংসা করে সুরা আল-ইমরানের যে আয়াতগুলো রয়েছে সেগুলো মুখস্থ করার আদেশ দিয়েছেন ত্রিপোলির ওই বিচারক জোসেলিন মাত্তা। খবর আল আরাবিয়ার।

ধর্ম অবমাননার দায়ে ওই তিন যুবককে কারাদণ্ড দেয়ার পরিবর্তে এই যুগান্তকারী রায় দিয়েছেন বিচারক মাত্তা। এসময় ওই তিন যুবককে ছেড়ে দেয়ার পাশাপাশি তাদের সুরা ইমরানের ওই আয়াতগুলোও মুখস্থ করার আদেশ দেন।

ওই যুবকদের ইসলামে সহনশীলতা ও মরিয়ম (আ.) এর প্রতি ভালোবাসার বিষয়ে শিক্ষা দিতে চেয়েছেন। গেলো সপ্তাহে লেবাননের উত্তরে ত্রিপোলির আদালতে এই রায়ের পর্যবেক্ষণে এমনটাই বলেছেন বিচারক মাত্তা।

তিনি বলেন, আইন শুধু কারাগারই নয়, এটি একটি শিক্ষাকেন্দ্রও বটে।

বিচারক মাত্তার এই রায়কে স্বাগত জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সাদ হারিরি।

দেশটির দুর্নীতিবিরোধী প্রতিমন্ত্রী নিকোলাস তুয়েনিও বিচারক মাত্তার প্রশংসা করে বলেছেন, বিচারক মাত্তার সিদ্ধান্ত সামাজিক সমস্যা ও ধর্মীয় অসহিষ্ণুতা সমাধানে এ ধরনের ব্যতিক্রমী রায় পথ তৈরি করতে পারে।

আরও পড়ুন:

এ/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোরআনসহ তিন ধর্মগ্রন্থে রহস্যময়ী এক সুন্দরী রানি  
অধঃপতনের ৫ কারণ, কোরআন-হাদিসে যা আছে
লক্ষ্মীপুরে ৪০ কোরআনে হাফেজকে সম্মাননা
বিশ্বজয়ী হাফেজ মুয়াজকে নিয়ে যা বললেন মিশা