• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

আলমারিতে লুকিয়ে প্রাণ বাঁচলো ১৯ শিক্ষার্থীর

আন্তর্জাতিক ডেস্ক

  ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৪৪

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন হয়েছে বিশ্বব্যাপী। ওইদিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পার্কল্যান্ডের মারজরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলে আগুন নেভানো নিয়ে মহড়া চলছিল। তাই ১৯ বছর বয়সী নিকোলাস ক্রুজ যখন ফায়ার অ্যালার্ম বাজান তখন সবাই এটিকে মহড়াই মনে করেছিল। তাই শব্দ শুনে তড়িঘড়ি করে ক্লাস থেকে সব ছাত্রছাত্রীকে বাইরে বের করে এনেছিলেন মেলিসা ফ্যালকওস্কি নামের এক শিক্ষিকা। খবর দ্য কাটের।

তিনি ভেবেছিলেন সত্যিই বুঝি আগুন লেগেছে। শিশুদের প্রাণ বাঁচাতে মেলিসা যখন তাদের স্কুল বিল্ডিংয়ের বাইরে নিয়ে যাওয়ার তোড়জোড় করছেন, কয়েক মিনিটের মধ্যে স্কুলেরই এক নিরাপত্তারক্ষী এসে জানান, স্কুলে ঢুকে গুলি চালাতে শুরু করেছে কেউ।

--------------------------------------------------------
আরও পড়ুন: বাসে চড়তে টাকা লাগবে না জার্মানিতে!
--------------------------------------------------------

কয়েক সেকেন্ডের জন্য থমকে গিয়েছিলেন মেলিসা। তার মনে তখন শুধু চলছে ক্লাসের সব শিক্ষার্থীদের কীভাবে প্রাণে বাঁচাবেন। মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি। সব শিক্ষার্থীকে ফের ক্লাসরুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেন তিনি। জানতেন হাতে সময় বেশি নেই। আর সবাইকে বাঁচানোর তখন একটাই রাস্তা খোলা। সেটি হচ্ছে ক্লাসের ভেতরে থাকা আলমারি। সেটির ভেতর একে একে সবাইকে ঢুকিয়ে দেন মেলিসা। এরপর টানা ৩০ মিনিট রুদ্ধশ্বাস অপেক্ষা। পরে পুলিশের বিশেষ বাহিনীর কর্মকর্তারা এসে যখন ক্লাসের দরজা খোলেন, তখন আলমারি থেকে একে একে শিক্ষার্থীদের বের করে আনেন মেলিসা।

১৯ জন শিক্ষার্থীর প্রাণ বাঁচিয়ে এখন সবার চোখে হিরো হয়ে উঠেছেন মেলিসা। সাংবাদিকদের তিনি বলেন, ওই ৩০ মিনিট আমার জীবনের ভয়াবহতম সময়। ঘরে ঢুকেও প্রথমে ভেবে উঠতে পারিনি ওদের বাঁচাতে কী করতে পারি। প্রথমে তো ঘরের কোনে সবাইকে নিয়ে কিছু সময় দাঁড়িয়েছিলাম। পরে আলমারির কথা মনে পড়ে। ১৯ জনকে সেখানেই ঢুকিয়ে ফেলি। ছেলেমেয়েরা তখন অনেকেই কাঁদতে শুরু করেছে। কেউ কেউ শুধু ফোনে টেক্সট করে যাচ্ছিল।

বুধবার পার্কল্যান্ডের মারজরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলে নিকোলাস ক্রুজের হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। ক্রুজ ওই স্কুলেরই সাবেক ছাত্র। তাকে শৃঙ্খলাভঙ্গের দায়ে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল।

আরও পড়ুন:

এ/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাড়ির সামনে শিক্ষার্থীদের ভিড়, নালিশ করবেন পরীমণি!
‘শিক্ষার্থীদের কড়া শাসন না করা হলে এরা থামবে না’
শিক্ষার্থীদের আন্দোলনে কঠোর হতে চায় না সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা
শিক্ষার্থীদের সংঘর্ষ, বৈঠকের প্রস্তাবে দুই অধ্যক্ষের অসম্মতি