নাইজেরিয়ায় একটি চার্চে বন্দুকধারীর হামলায় দুই ধর্মযাজক ১৯ জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নাইজেরিয়ার বেনু প্রদেশের মিডল বেল্টের এমবালোম গ্রামে সেন্ট ইগনাটিয়াস চার্চে মঙ্গলবার সকালে প্রার্থনারতদের ওপর এই হামলা চালানো হয়। খবর সিএনএনের।
প্রদেশটির পুলিশের মুখপাত্র টারভার আকাছে বলেছেন, ওই হামলাকারীরা যাযাবর ফুলানি রাখাল গোষ্ঠীর লোকদের ছদ্মবেশে এই হামলা চালায়। এসময় তারা প্রায় ৫০টি ঘরও পুড়িয়ে দেয়।
তিনি বলেন, আমরা খুব শিগগিরই তাদের ধরতে পারবো বলে আশা করছি। মঙ্গলবারের ওই হামলার কয়েকদিন আগে বন্দুকধারীরা মিডল বেল্ট এলাকার ১০ জন বাসিন্দাকে হত্যা করেছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ২০১৩ সাল থেকে ফুলানি গোষ্ঠী ও সংখ্যাগরিষ্ঠ কৃষক শ্রেণির খ্রিস্টানদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে।
--------------------------------------------------------
আরও পড়ুন : ইরানের সঙ্গে নতুন পরমাণু চুক্তির ইঙ্গিত দিলো যুক্তরাষ্ট্র-ফ্রান্স
--------------------------------------------------------
তারা জানাচ্ছে, এর আগে ভয়াবহ হামলা চালিয়ে কৃষকদের ওই এলাকা ছাড়া করে ফুলানিরা।
পশ্চিম আফ্রিকার দেশটিতে চলতি বছরের জানুয়ারিতে রাখাল গোষ্ঠী ও কৃষক গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৭২ জন নিহত হয়।
এদিকে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি এই হামলার নিন্দা জানিয়ে এটিকে জঘন্য ও শয়তানোচিত হিসেবে উল্লেখ করেছেন।
অন্যদিকে সাম্প্রতিক সময়ে বেনু প্রদেশে হত্যাকাণ্ডের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বেনু ভ্যালি প্রফেশনাল নেটওয়ার্ক নামের একটি গ্রুপ। তারা ‘নিরস্ত্র অসহায় মানুষজনকে অহেতুক হত্যা করা বন্ধের’ আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন :
এ/পি