ভারতের কেরালা রাজ্যের আমবালাপুজহা এলাকার এক বাড়ি থেকে সোনার গহনা চুরি করেছিলেন এক ব্যক্তি। চুরির দুই দিন পর তার অনুতাপ শুরু হয়। পরে ক্ষমা চেয়ে একটি চিঠি লিখে চুরির সব গহনা ফেরত দেন। খবর এনডিটিভির।
মঙ্গলবার থাকাজি পঞ্চায়েতের একটি পরিবার আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে সবাই চলে যান। বাড়ি ছিল পুরো ফাঁকা। এই সুযোগে বাড়ির পেছনের দরজা ভেঙে ঢুকে পড়ে চোর। আলমারিতে রাখা মূল্যবান জিনিসপত্র- একটি আংটি, কানের দুল এবং লকেট নিয়ে পালায় চোর।
--------------------------------------------------------
আরও পড়ুন : লন্ডনে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষ
--------------------------------------------------------
পরিবারটি বাসায় ফেরা মাত্রই বুঝতে পারে চুরি হয়েছে এবং তারা তাৎক্ষণিক পুলিশকে ঘটনাটি জানায়। কিন্তু চোর তার অপকর্মের জন্য অনুতপ্ত হয় এবং ক্ষমা চেয়ে একটি চিঠি লিখে সব গহনা ফেরত দিয়ে যায়। তাকে যেন গ্রেপ্তার না করা হয় চিঠিতে এই ব্যাপারে আর্জিও জানায়।
চোর চিঠিতে লিখেন, দয়া করে আমাকে গ্রেপ্তার করবেন না। আমাকে ক্ষমা করুন। খুব খারাপ পরিস্থিতিতে পড়ে আমি এই কাণ্ড করেছি।’
পুলিশ জানিয়েছে, গহনা ফেরত দেয়ায় এই ঘটনায় কোনও মামলা হয়নি।
আরও পড়ুন :
- জনসন অ্যান্ড জনসনকে ৪৬৯ কোটি ডলার ক্ষতিপূরণের নির্দেশ
- লন্ডনে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষ
কেএইচ/এমকে