ইতালির বোলোনিয়া বিমানবন্দরের কাছে বিস্ফোরণ, নিহত ১
ইতালির বোলোনিয়া বিমানবন্দরের কাছে একটি সেতুর উপর দুই ট্রাকের সংঘর্ষে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৭০ জন। যাদের মধ্যে ১৪ জন্যের অবস্থা খুবই আশঙ্কাজনক। আজ সোমবার (৬ আগস্ট) এই দুর্ঘটনা ঘটে। খবর এক্সপ্রেস ইউকে।
এই বিস্ফোরণের পর পর আকাশে বিশালাকৃতির আগুনের কুণ্ডলী দেখা যায়। আর অনেকে তা ক্যামেরাবন্দি করে ইন্টারনেট দুনিয়ায় ছেড়ে দেয়।
বিস্ফোরণে সেতুর কিছু অংশ ধসে সেটির নিচে একটি গাড়ি পার্কিংয়ে আগুন ছড়িয়ে পড়ে। পার্কিংয়ে থাকা বেশ কয়েকটি গাড়িতেও আগুন ধরে সেগুলো বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর পুলিশ সড়কটি বন্ধ করে দিয়েছে। এছাড়া আশেপাশের এলাকাও ঘিরে রাখা হয়েছে।
এরই মধ্যে ফায়ারইঞ্জিন ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লিখেছেন- হঠাৎ জানালা দিয়ে বাইরে তাকাতেই চোখে পড়ল আগুনের কুণ্ডলী, যা ভয়ানক।
আরও পড়ুন :
এপি/পি
মন্তব্য করুন