• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

চীনে পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে হামলা, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৮:২৩

চীনে পথচারীদের ওপর গাড়ি তুলে দেয়ায় নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৩ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটির হুনান প্রদেশের একটি ব্যস্ত সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত চালক ইয়াং জানয়ুনকে (৫৪) আটক করেছে পুলিশ।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রদেশের হেনজিয়াং নগরীর বিনজিয়াং স্কয়ারে এ ঘটনা ঘটে।

তবে এটি সন্ত্রাসী কর্মকাণ্ড কিনা তা এখনও নিশ্চিত করতে পারেননি স্থানীয় সরকারী কর্মকর্তারা।

বেইজিং ইউথ ডেইলি জানায়, এর আগেও অগ্নিসংযোগ ও মাদকদ্রব্য সংক্রান্ত মামলায় বেশ কয়েক বছর কারাগারে ছিলেন ওই গাড়ির চালক।

এর আগে ২০১৩ সালে রাজধানী বেইজিংয়ের টাইনানমেন স্কয়ারে পথচারীদের ওপর গাড়ি তুলে দেয়া হয়েছিল। সেসময় পাঁচজন নিহত ও ৩৮ জন আহত হয়েছিলেন।

পুলিশ ওই ঘটনাকে আত্মঘাতী হামলা বলে দাবি করেছিল। স্থানীয় মুসলিম উইঘুর সংখ্যালঘু সম্প্রদায়কে এর জন্য দায়ী করা হয়েছিল।

আরও পড়ুন :

ওয়াই/এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩০ জনের মৃত্যু
চীনে সবজি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৮
ভারতের ভূখণ্ড নিয়ে নতুন দুই প্রশাসনিক অঞ্চল ঘোষণা চীনের!
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্র উপদেষ্টা