• ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১
logo

ফিলিস্তিনের গাজা ইস্যুতে ইসরায়েলকে সতর্ক করলো জাতিসংঘ

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৩২

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যে মানবিক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেজন্য ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে সতর্ক করেছে জাতিসংঘ। এক দশকের বেশি সময় ধরে গাজার ওপর অর্থনৈতিক অবরোধ দিয়ে রেখেছে ইসরাইল।

জাতিসংঘের উন্নয়ক বিষয়ক সংস্থা আংটাডের উপ প্রধান ইসাবেলা ডুরান্ট বুধবার বলেছেন, গাজা উপত্যকা দিন দিন বসবাসের অনুপযুক্ত হয়ে উঠছে। সেখানে কয়েক লক্ষ মানুষ মানবেতর জীবন যাপন করছে। জাতিসংঘের এ সংস্থা তাদের বার্ষিক রিপোর্টে আরও বলেছে, ফিলিস্তিনি ভূখণ্ডে ২০১৭ সালে গড়পড়তা বেকারত্বের হার বেড়ে শতকরা ২৭ ভাগে দাঁড়িয়েছে। এর মধ্যে শুধু গাজা উপত্যকায় বেকারত্বের হার রয়েছে শতকরা ৪৪ ভাগ। বেকারত্বের এই হার বিশ্বের যেকোনো দেশের চেয়ে বেশি।

আংটাড তাদের রিপোর্টে বলেছে, ইসরাইল যে অবরোধ দিয়ে রেখেছে তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নারী ও শিশুরা। এছাড়া ৩০ বছরের ভেতরে যেসব ফিলিস্তিনি তরুণ রয়েছে তাদের শতকরা ৫০ ভাগের কোনো কাজ নেই।

আংটাড বলছে, ফিলিস্তিনিদের চলাচলের ওপর তেল আবিব বিধিনিষেধ আরোপ করার ফলে সেখানে মানুষের ভোগান্তি চরমে উঠেছে।

আরও পড়ুন :

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতিসংঘ পার্ক এখন জুলাই স্মৃতি উদ্যান
জাতিসংঘ সভাপতির সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ দূতের বৈঠক
গণহত্যার পূর্ণাঙ্গ তথ্য জাতিসংঘকে দেওয়ার দাবি নাগরিক কমিটির
টানা তৃতীয়বার জাতিসংঘ সিডিপির সদস্য হলেন ড. দেবপ্রিয়