চারদিনের ব্যবধানে ইন্দোনেশিয়ায় জোড়া ভূমিকম্প
ইন্দোনেশিয়ার সুম্বা দ্বীপে আজ মঙ্গলবার জোড়া ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার দেশটির সুলাওয়েসি দ্বীপে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার চারদিন পর আবারও এই প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হলো। খবর রয়টার্স, নিউ স্ট্রেইট টাইমসের।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, সাড়ে সাত লাখ বাসিন্দার সুম্বা দ্বীপে স্থানীয় সময় ভোরের দিকে ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত করে। এটির কেন্দ্র ছিল সুম্বা দ্বীপে প্রায় ৪০ কিলোমিটার দূরে।
ওই ভূমিকম্পের প্রায় ১৫ মিনিট আরও একটি ভূমিকম্প আঘাত হানে। প্রথমটির চেয়ে অপেক্ষাকৃত শক্তিশালী ৬ মাত্রার ওই ভূমিকম্পের গভীরতা ছিল ৩০ কিলোমিটার।
ভোরে পরপর দুটি ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত মানুষজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
পাদাদিতা বিচ হোটেলের একজন কর্মী দেফিস রিনালদি বলেন, আমরা চারটি কম্পন অনুভব করেছি। প্রথম ভূমিকম্পের পর মানুষজন আতঙ্কিত হয়ে পড়ে এবং আমাদের প্রায় ৪০ জন অতিথি হোটেল থেকে বেরিয়ে আসে।
তিনি বলেন, ওই কম্পন কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল এবং জিওফিজিক্স এজেন্সি কোনও সতর্কতা জারি করেনি। সবকিছু এখন স্বাভাবিক আছে।
সুম্বা দ্বীপটি সুলাওয়েসি দ্বীপের প্রায় এক হাজার ৬০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। শুক্রবার সুলাওয়েসি দ্বীপে ভয়াবহ ভূমিকম্পের পর সুনামিতে এখন পর্যন্ত ১২০৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
আরও পরুন :
এ/পি
মন্তব্য করুন