ইন্দোনেশিয়ায় চার্চের ভেতর মিললো ৩৪ শিক্ষার্থীর মৃতদেহ
ইন্দোনেশিয়ায় শুক্রবারের ভয়াবহ ভূমিকম্পের পর মৃতের সংখ্যা বেড়েই চলছে। স্থানীয় উদ্ধারকারীরা জানিয়েছে, তারা একটি চার্চের ভেতর থেকে ৩৪ জন শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেছে। তারা বলছেন, ভূমিকম্পের পর সৃষ্ট ভূমিধসে চর্চের ভেতর মাটিচাপা পড়ে ওই শিক্ষার্থীরা। খবর আরব নিউজের।
ইন্দোনেশিয়া রেডক্রসের মুখপাত্র আউলিয়া আরিয়ানি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, উদ্ধারকারী দল ৩৪ জনের মৃতদেহ উদ্ধার করেছে। তিনি বলেন, সিগি বিরোমারু জেলার জোনোগে চার্চ ট্রেনিং সেন্টারে একটি বাইবেল ক্যাম্পে অংশ নেয়া ৮৬ জন শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছিল।
আরিয়ানি বলেন, অভিযান চালাতে খুব কাঠখড় পোহাতে হচ্ছে উদ্ধারকারীদের। মৃতদেহ বহন করে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার আগে দেড় ঘণ্টা পর্যন্ত মাটি দিয়ে হাঁটতে হচ্ছে, যেটা খুবই চ্যালেঞ্জিং।
সেন্ট্রাল সুলাওয়েসিতে শুক্রবারের ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সুনামির পর এখন পর্যন্ত এক হাজার ২৩৪ জনের মৃত্যু হয়েছে। ভূমিকম্পের পর শক্তিশালী সুনামি পালু ও ডোঙ্গালা শহরে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়। এসময় ভবন, গাছপালা, রাস্তাঘাট ও বিমানবন্দরেরও ক্ষতি হয়।
তবে ডোঙ্গালায় যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আরও পড়ুন :
এ/পি
মন্তব্য করুন