ইরানে দূষিত মদপানে ৪২ জনের মৃত্যু
ইরানে বেআইনিভাবে আমদানিকৃত দূষিত মদপানের ফলে কমপক্ষে ৪২ জন মারা গেছেন।
সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ইরাজ হারিরছি’র বরাত দিয়ে একথা জানিয়েছে বিবিসি।
তিনি বলেন, দূষিত মদপানের ফলে ১৬ জন অন্ধ হয়ে গেছেন এবং ১৭০ জনকে ডায়ালিসিস করতে হয়েছে।
এছাড়া দূষিত মদপানের ফলে অসুস্থ হয়ে গত তিন সপ্তাহে ইরানের পাঁচটি প্রদেশে ১৯ বছর বয়সী এক তরুণীসহ কমপক্ষে ৪৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
দেশটিতে মদ হারাম কিন্তু বেআইনিভাবে এটা ছড়িয়ে পড়ছে সব অঞ্চলেই। দূষিত এই মদে কখনও কখনও ইথানলের পরিবর্তে বিষাক্ত মিথানল মেশানো হয়।
গত সপ্তাহে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর বন্দর আব্বাস থেকে এক দম্পতিকে বাসায় মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ।
বিবিসি পারসিয়ান’র রানা রহিমপৌর বলেন, ইরানে দূষিত মদপানের ফলে অসুস্থ হওয়া বা মারা যাওয়ার বিষয়টি অস্বাভাবিক নয়। কিন্তু বিভিন্ন প্রদেশে বিস্ময়জনকভাবে দূষিত মদপানের ফলে মৃতের সংখ্যা বেড়েই চলেছে।
ইরানি মাদকবিরোধী কর্মকর্তাদের মতে, প্রতি বছর ৮০ মিলিয়ন লিটার মদ বেআইনিভাবে ইরানে পাচার করা হয়, যার আর্থিক মূল্য ৭৩০ মিলিয়ন ডলার।
১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর দেশটিতে মুসলিমদের মদপানে নিষেধাজ্ঞা জারি করা হয়। দেশটির ইসলামিক পেনাল কোডের ২৬৫ অনুচ্ছেদ অনুসারে, কোনও মুসলিম মদপান করলে শাস্তিস্বরূপ তাকে ৮০ দোররা মারা হবে।
তবে দেশটির অমুসলিম নাগরিকরা এই নিষেধাজ্ঞার বাইরে। তারা ধর্মীয় কারণে মদ উৎপাদন ও পান করতে পারবে।
আরও পড়ুন :
কে/এমকে
মন্তব্য করুন